চতুর্থ ধাপের শেরপুর ও শ্রীবরদী পৌরসভা নির্বাচনে বেসরকারীভাবে নৌকার জয় ঘোষনা করা হয়েছে।
শেরপুর পৌরসভায় আওয়ামীলীগের নৌকা প্রতিক নিয়ে গোলাম কিবরিয়া লিটন ২৯ হাজার ৬৩৬ ভোট এবং শ্রীবরদীতে মোহাম্মদ লাল মিয়া ৬ হাজার ৬৯০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
শেরপুরে বিএনপির ধানের শীষ পেয়েছেন ৮ হাজার ৭৯৬, স্বতন্ত্র প্রার্থী জগ প্রতিক নিয়ে পেয়েছেন ৭হাজার ২৫৫ ও চামচ প্রতিক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৫২০ ভোট। তবে ইভিএম মেশিন যান্ত্রিক ত্রুটি থাকায় ৩৫টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রের ফলাফল এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। ওই কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৬১৮।
শ্রীবরদীতে বিএনপির ধানের শীষ পেয়েছেন ৩ হাজার ৯৪২ ভোট ও স্বতন্ত্র প্রার্থী জগ প্রতিক নিয়ে পেয়েছেন ২হাজার ৮৪৩ ভোট।
শেরপুর পৌরসভায় ইভিএম’র মাধ্যমে ও শ্রীবরদী পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
Leave a Reply