নারী উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে বিল্লাল হোসেন (৫০) নামে এক কৃষক আহত হয়েছে। ঘটনাটি ঘটে ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধায় উপজেলার গৌরিপুর ইউনিয়নের ধরাপানি গ্রামে। আহত বিল্লাল হোসেন ওই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। এব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্হানীয় বাসিন্দারা জানান, বিল্লাল হোসেনের ছোট ভাই নুরুল আমীনের স্ত্রী মাদ্রাসায় পড়ুয়া বাচ্চাদের জন্য প্রতিদিন খাবার পৌঁছে দেন। কিন্তু পথে ওই গৃহবধূকে মাঝে মধ্যেই উত্যক্ত্য করতো পার্শ্ববর্তী গজারীকুড়া গ্রামের হারেজ আলীর ছেলে মিষ্টার আলী(২৮)। এ নিয়ে গত প্রায় ১৫ দিন পুর্বে বিল্লাল হোসেন মাদ্রাসা কমিটি ও মিষ্টার আলীর অভিভাবকদের নিকট অভিযোগ করেন। এসময় মাদ্রাসা কমিটির লোকজন মিষ্টার আলীকে চর থাপ্পড় দিয়ে ছেড়ে দেন। এ আক্রুশে মিষ্টার আলী মঙ্গলবার সন্ধা ৭টার দিকে ৩/৪ জন সহযোগীকে নিয়ে ধরাপানি রাস্তায় উৎপেতে বসে থাকে। বিল্লাল হোসেন পার্শ্ববর্তী নন্নীবাজার থেকে বাড়ি ফেরার পথে মাষ্টার আলী ও তার সহযোগীরা তাকে ছুরিকাঘাত করলে সে গুরুতর ভাবে আহত হয়। পরে স্হানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । এ ব্যাপারে বিল্লাল হোসেনের ছোট ভাই নুরুল আমীন বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করে । থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন,আসামি গ্রেপ্তারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
Leave a Reply