করোনা কালিন সময় বিশেষ ভূমিকা রাখায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান রিটনকে স্বর্নপদক ও সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে ঢাকায় একটি হোটেলে এ পদক দেওয়া হয়।
জানাযায়,শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটনকে ঢাকার পল্টনস্থ হােটেল ফার্সে করােনা মোকাবিলায় জনপ্রতিনিধিদের জনসচেতনতায় বিশেষ অবদান ও ভূমিকা রাখায় এ পদক দেওয়া হয়।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে আজিবন সম্মাননা ও স্বর্ন পদক ক্রেস্ট প্রদান করেন রেলপথ মন্ত্রী মোঃ.নূরুল ইসলাম সুজন ।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাগুরা ১ আসনের এমপি এ্যাড. সাইফুজ্জামান শিখর, চূয়াডাঙ্গা ১ আসনের এমপি আলহাজ আলী আজগর প্রমুখ উপস্থিত ছিলেন । বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি জাকারিয়া আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশবরেন্য ব্যাক্তিবর্গরা অংশ গ্রহন করেন।
এ ব্যাপারে জানতে চাইলে নন্নী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান রিটন বলেন-আমি শাসক নই সেবক হতে চাই। আমি বিশ্বাস করি এ পদক ও সম্মাননা আমাকে নয় নন্নী ইউনিয়নের জনগণকে দেওয়া হয়েছে। জনগণের ভালবাসাই আমার পুঁজি। আমি সবার দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
Leave a Reply