নালিতাবাড়ী প্রতিনিধি
করোনায় বাংলাদেশে কিছু মানুষ মারা গেছে। আল্লাহর রহমতে বাংলাদেশে যে জনসংখ্যা সেই হিসেব মতো বিশ্ব স্বাস্থ্ সংস্থার রিপোর্টে আমরা লাল দাগে পা রাখিনি। আমাদের বাংলাদেশে বা গ্রামে করোনা কম হলেও সারা পৃথিবীতে করোনা নামক একটি অসুখ আছে। এই করোনা যাতে আমাদের আক্রান্ত করতে না পারে সেই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাস্ক পড়তে বলেছেন।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গাছগড়া ও মরিচপুরান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকালে শীত বস্ত্র বিতরণকালে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন,প্রতি বছর মাননীয় প্রধানমন্ত্রী শীত আসলে শীত বস্ত্র দেন। সেটা আমিও আমার মতো কিছু দিতে চেষ্টা করি। আমি খুব বেশি দিতে পারি না। এই বছর যখন বিতরণের সময় হয়। তখন একদিকে করোনা। অপরদিকে পৌরসভার নির্বাচন। ইলেকশনের ভিতর যদি আমি এগুলো দিতে আসতাম। আমিও খবরের কাগজে কাজ করেছি তখন আমার কলম দিয়েই লিখতাম “এমপি এসে কম্বল বিতরণের নামে ক্যাম্ভাস করে গেল। নির্বাচনী প্রচার চালিয়ে গেল।”যা আমি কোনো দিনই করি নাই। আমি নিয়ম মেনে চলি। সেই জন্য আমি ওই সময় আসি নাই।
মাস্ক পড়ার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, সকলের মাস্ক পড়তে হবে। মাস্ক পড়লে অসুখ বিসুখ ও ধূলোবালি থেকে রক্ষা পাওয়া যায়।
এ সময় মতিয়া চৌধুরীর সাথে ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল নালিতাবাড়ী) জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) সঞ্জিতা বিশ্বাস, মেয়র আবু বক্কর সিদ্দীক, জেলা আওয়ামীলীগের সদস্য সরকার গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুস সবুর, সাধারন সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারন সম্পাদক ওয়াজকুরুনী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, আব্দুল লতিফ, আছমতারা আছমা, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, সাংস্কৃতিক সম্পাদক সরোয়ার জাহান স্বপন, প্রচার সম্পাদক সুরুজ্জামান, যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাক আহমেদ, কৃষকলীগ আহবায়ক আজাদ মিয়া, রূপনারায়নকুড়া ও মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান ও শফিকুল ইসলাম শফিক, যুবলীগ আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।
Leave a Reply