নওগাঁ জেলার আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের পল্লী সমাজের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি সকালে সভাপ্রধান মনোয়ারার বাড়ীতে এ সভা অনুষ্ঠিত হয়।
জানাগেছে,ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচি নিয়ে কাজ করা মির্জাপুর পল্লী সমাজের সভাপ্রধান মনোয়ারার বাড়ীতে এক ইউনিয়ন সমন্বয়( ইউজিএফ)এর আয়োজন করা হয়। সভাপ্রধান জীবন নেছা সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার কাজ শুরু করেন। সভায় ১৪ জন নেতা অংশ গ্রহণ করেন। সভায় কোভিড -১৯ প্রতিরোধে করোনীয়,নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ০৮ ই মার্চ নারী দিবস পালন এবং সকল প্রকার নির্যাতন প্রতিরোধে হটলাইন নম্বর প্রচার ও লাল কার্ড প্রদর্শন করা নিয়ে বিস্তারিত অালোচনা করা হয়। সভা শেষে উপস্থিত সকলে লাল কার্ড প্রদর্শন করেন।
সভা পরিচালনা করেন সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ফিল্ড অফিসার মোছা রোজিনা অাকতার।
Leave a Reply