কেশবপুরে করোনা ভাইরাস মোকাবেলায় কেশবপুর থানা পুলিশ মাস্ক বিতরন করেছে। বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় দ্বিতীয় ধাপে করোনা ভাইরাস মোকাবেলায় রবিবার সকালে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দীনের উদ্যোগে কেশবপুর শহরের পথচারীদের মাঝে মাস্ক বিতরন করা হয়েছে। মাস্ক বিতরনের সময় জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দীন ও প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খাঁন, সাধারন সম্পাদক জয়দেব চক্রবর্ত্তি ও নিউজ ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম.এ রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, থানার ওসি (তদন্ত) অহেদুজ্জামান অহেদ, সেকেন্ড অফিসার পিন্টু লাল দাস, ফজলে রাব্বি, অরুপ, ও আশরাফুল ইসলামসহ থানায় কর্মরত নারী ও পুরুষ সদস্যবৃন্দ।।
Leave a Reply