নালিতাবাড়ী প্রতিনিধি
এক খন্ড জমিতে বাংলাদেশের পতাকা অঙ্কন করে এলাকায় ব্যপক সারা ফেলেছেশেরপুরের নালিতাবাড়ী উপজেলা ভেদীকুড়া গ্রামের সুজন মিয়া। চারদিকে সবুজ ধানের সমারোহে জাতীয় পতাকার অভয়ব দেখতে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে প্রতিনিয়ত।
জানাগেছে,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহায়তায় এই চিত্র কর্মটি অঙ্কন করা হয়। জমিটির দৈর্ঘ্য ৮০ ফুট এবং প্রস্থ ৫২ ফুট। আর লাল বৃত্তকার ১৬ ফুট। সারা এলাকার সব জমি সবুজ ধানে দোল খাচ্ছে। শুধু এক খন্ড জমিতে গোলাপী ধান দিয়ে বৃত্তকার করায় বাংলাদেশের জাতীয় পতাকা ফুটিয়ে তোলা হয়েছে।
নালিতাবাড়ী পৌরশহর থেকে কাকরকান্দী যাওয়ার পথে ভেদীকুড়া আমবাগান এলাকায় সড়কের পাশ দিয়ে আসা যাওয়া মানুষ গুলো তাকিয়ে থাকে সবুজের বুকে লাল বৃত্তে এক টুকরো ধান খেতের দিকে। সড়কদিয়ে যাওয়া আসা লোকজন ওই যায়গায় এসে থমকে দাঁড়ায় ছবি তুলে,সেলফি তুলে নিজের ফেসবুকে পোষ্ট করা হয়।
সুজন মিয়া বলেন,এই এলাকায় গত বছর বেগুনী ধান আবাদ দেখতে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতো। তাই আমারো ইচ্ছা হয় বেগুনী ধান দিয়ে জাতীয় পতাকা অঙ্কন করার। উপজেলা কৃষি অফিসের সহায়তায় ধানগাছ দিয়ে জাতীয় পতাকা অঙ্কন করি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলমগীর কবীর বলেন,সুজনের ইচ্ছায় আমরা অফিস থেকে সব ধরনের সহযোগিতা করি। এখন অনেক লোকজন এই চিত্রকর্মটি দেখতে আসছে।
Leave a Reply