নওগাঁ জেলার আত্রাই উপজেলার পাচুপুর ও মনিয়ারী ইউনিয়নের ০৮টি পল্লী সমাজের ১৬ জন নেতাকে নিয়ে বুধবার ৩১ মার্চ সকালে অনলাইনে ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়।
উক্ত মিটিং এ আলোচ্য বিষয় ছিলো-০১.কোভিড-১৯ প্রতিরোধে করনীয় ০২.নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করনীয় ০৩.সকল প্রকার নির্যাতন প্রতিরোধে হটলাইন নম্বর প্রচার ০৫.সমসাময়িক ইস্যু চ্যালেঞ্জ ও তা উত্তরনের উপায় নিয়ে আলোচনা করা হয়।
উক্ত ইউসিএফ মিটং পরিচালনা করেন সিইপি প্রতিনিধি মোছাঃ রোজিনা আক্তার।
Leave a Reply