করোনা প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহন করেছে কেশবপুর উপজেলা প্রশাসন, শুক্রবার বিকালে মাস্ক পরা নিশ্চিত করতে পরিচালিত হয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দেশজুড়ে করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন কর্মসূচি পরিচালনা করা হলেও সরকারি ভাবে বলা হচ্ছে যে, করোনার মতো সংক্রামক ব্যাধিকে প্রতিরোধ করতে আপাতত: মাস্ক ব্যবহারের কোনও বিকল্প নেই। শুক্রবার বিকেলে মাস্ক পরা নিশ্চিত করতে কেশবপুর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। মাস্ক ব্যবহার না করার অপরাধে ৮জন কে ১৬০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, আপদকালীন সময়ে এ অভিযান অব্যাহত থাকবে।।
Leave a Reply