যশোরের কেশবপুরে ন্যাশনাল প্রেসসোসাইটি কেশবপুর শাখার উদ্যোগে গণসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ করা হয়েছে।মঙ্গলবার সকালে ন্যাশনাল প্রেসসোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর শাখার উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে গণসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি শামীম আখতার মুকুলের সভাপতিত্বে গণসচেতনতা ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ও কেশবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জসিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সুস্ময় হাওলাদার বিকাশ, সহ-সভাপতি শিক্ষক খায়রুল আনাম, ধর্ম বিষয়ক সম্পাদক অলিয়ার রহমান, প্রচার সম্পাদক সোহেল পারভেজ, যুগ্ন সম্পাদক আঃ খালেক, সদস্য আব্দুর রহমান, সাকিব আল হাসান, আব্দুল্লাহ আল মামুন, রবিউল ইসলাম, রবিন দাস, অমিত সরকার ও সংগঠনটির নেতৃবৃন্দ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।।
Leave a Reply