নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধি
শেরপুর জেলার সীমান্ত জনপদে ফসলের মৌসুমে বাড়ে হাতি-মানুষের দ্বন্দ্ব। এতে ফসলের ক্ষতির সঙ্গে প্রাণ হারায় মানুষ ও হাতি উভয়ই। এমন অবস্থায় শনিবার (৮ মার্চ) বিকালে জেলার নালিতাবাড়ী সীমান্ত অঞ্চলে হাতি সংরক্ষণে পথসভা করে বনবিভাগ।
শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এ সমন্বয় সভার আয়োজন করে।
সভায় হাতি-মানুষে দ্বন্দ্ব নিরসনে এলাকার মানুষের মাঝে সচেতনতা আরও জোরদার করা এবং ইআরটি (এলিফেন্ট রেসপন্স টিম) টিমকে শক্তিশালী করার তাগিদ দেওয়া হয়। সেইসাথে ক্ষতিগ্রস্থদের সরকারি ক্ষতিপূরণ প্রদানের আরও সহজীকীকরণ করা ও ক্ষতিপূরণ প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা কমানোর উপায় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার আব্দুল্লাহ আল আমিন, মধুটিলা রেঞ্জকর্মকর্তা দেওয়ান আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, স্থানীয় অধিবাসীদের মধ্যে হাতি সুরক্ষার সচেতনতা বৃদ্ধি করতে হবে। ইআরটি টিমগুলোকে আরও সচেতন ও শক্তিশালী করতে হবে। এজন্য নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা যেতে পারে।
Leave a Reply