নালিতাবাড়ী প্রতিনিধি
পৈত্রিক সূত্রে লিখিতভাবে প্রাপ্ত জমির সীমানা নিয়ে দুই সৎ ভাইয়ের মাঝে দ্বন্ধের জেরে ছোট ভাইয়ের টিনসেড ঘর ভেঙে দিয়েছে বড় ভাই ও তার সহযোগিরা। এ ঘটনার প্রতিকার চেয়ে আদালতে করায় বড় ভাইদের পক্ষের লোকজনের হুমকীতে এখন বাড়ী ছাড়া ছোট ভাই ও তার মা। গত শুক্রবার (১১ এপ্রিল) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার জয়নুদ্দিন পাড়া গ্রামে ঘর ভেঙে ফেলার এ ঘটনা ঘটে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ওই গ্রামের মৃত আবু হানিফা তার সন্তানদের নামে ভিন্ন ভিন্ন দাগে দানস্বত্ত¡ দলিলে জমি লিখে যান। সম্প্রতি প্রথম স্ত্রীর গর্ভজাত ছেলে জিয়ারুল তার অংশে একটি টিনসেড ঘর নির্মাণ করেন। নির্মাণের পর দেখা যায় ওই ঘরের সামান্য অংশ দ্বিতীয় স্ত্রীর গর্ভজাত সন্তান মোতাহারের সীমানায় পড়েছে। এর কিছুদিন পর মোতাহার তার সৎ ভাইয়ের ঘর সংলগ্ন নিজের জমিতে একটি টিনসেড ঘর নির্মাণ করে। তবে বাঁধ সাধে ছোট ভাই মোতাহারের ঘরটি। বৃষ্টি হলেই চালের পানি গিয়ে জিয়ারুলের টিনের ঘর ঘেঁষে ঘরে গিয়ে ঢুকে। দ্বন্ধের শুরু হয় এখান থেকেই।
এ নিয়ে দফায় দফায় গ্রাম্য শালিশ হলেও তৃতীয় পক্ষের ইন্ধনে তা সমাধানের পরিবর্তে জটিল হয়। একপর্যায়ে বড় ভাইয়ের ঘর অক্ষত রেখে তাদের খরচে ছোট ভাইয়ের ঘরটি আপোষে সড়ানোর সিদ্ধান্ত হয়। কিন্তু গণ্যমান্যদের নিয়ে ওই কাজটি না করে জিয়ারুলের বড় ভাই তাজুল লোকজন নিয়ে ছোট ভাই মোতাহারের ঘরটির একাংশ ভেঙে ফেলে। এদিন বাঁধা দিতে গেলে বড় ভাইয়ের পক্ষ নিয়ে কতিপয় লোকজন ছোট ভাইদের হুমকী-ধামকী দেয়।
পরে এ ঘটনায় আইনী প্রতিকার চেয়ে মোতাহার ও তার মা আদালতের শরণাপন্ন হন। কিন্তু এতে করে মোতাহার আরও সংকটে পড়ে। বড় ভাই ও তার পক্ষের লোকজন মামলা তুলে নিতে নানাভাবে প্রকাশ্যে হুমকী দেওয়া শুরু করে। প্রাণভয়ে মোতাহার ও তার মাসহ পরিবারের অন্যরা এখন নিজের বাড়ি ছেড়ে আত্মীয় বাড়িতে আশ্রয় নিয়েছেন।
ভুক্তভোগী ছোট ভাই মোতাহার ও তার মা মনোয়ারা বেগম জানান, স্থানীয় লুৎফর, মেহেদী, শাহাদতসহ কয়েকজন মিলে বড় ভাই তাজুল ও জিয়ারুলের পক্ষ নিয়ে সমস্যা বড় করছে। প্রতিনিয়ত হুমকী দিচ্ছে। বাড়ি-ঘরে উঠতে দিচ্ছে না। তাদের পরামর্শেই ঘরটি ভাঙা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দুই ভাইয়ের বিরোধ মেটাতে নিজেই ছোট ভাইয়ের ঘরের একাংশ ভেঙে ফেলেছেন বলে স্বীকার করেন বড় ভাই তাজুল ইসলাম ও তার মা জরফুলি বেগম। তাজুল বলেন, প্রয়োজনে একটু সড়িয়ে ঘর আমার টাকায় তুলে দেব। তবু আমি দুই ভাইয়ের মাঝে বিরোধ চাই না।
বিষয়টি নিয়ে একাধিকবার অনুষ্ঠিত শালিশের সভাপতিত্বকারী শফি মাস্টার জানান, বিষয়টি নিয়ে বারবার বৈঠক হয়েছে। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী ছোট ভাই মোতাহার নিজ জমিতে ঘর নির্মাণ সত্বেও বিরোধ মেটাতে তা সড়িয়ে ফেলার কথা ছিল। কিন্তু বড় ভাই আমাদের না জানিয়ে নিজে ওই ঘর ভেঙে ফেলায় মামলা হয়েছে।
Leave a Reply