নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ ঘিরে এক অপ্রীতিকর ঘটনার জন্ম হয়েছে। একজন নারী সাংবাদিক, যিনি দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিকের প্রতিনিধি হিসেবে দায়িত্বপালন করছিলেন, তাকে শুধু নারী হওয়ার কারণে সভাস্থল থেকে বের করে দেওয়া হয়েছে।
শনিবার(০৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার সময় দলীয় এমপি প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল কায়েসের বাজারস্থ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানাগেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) তিন দফা-জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পি আর পদ্ধতির দাবীতে সারাদেশ ব্যাপী গণসমাবেশ করে আসছেন। তার ধারাবাহিকতায় আজ শেরপুরের নালিতাবাড়ীতে গণসমাবেশের আয়োজন করে। গন সমাবেশে যোগদানের পূর্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এই ঘটনা ঘটে। বিকেল ৪ টার সময় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় হওয়ার কথা থাকলে সকল সাংবাদিকগণ উপস্থিত হন। এ সময় একমাত্র নারী সাংবাদিক( দৈনিক কালের কন্ঠ’র নালিতাবাড়ী প্রতিনিধি )ক্লোডিয়া নকরেক কেয়াকে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন “আমীর সাহেব নারী সাংবাদিক এলাও করেন নাই।” সঙ্গে সঙ্গেই সভাস্থল থেকে বের হয়ে যেতে বলা হয়। এ ঘটনার প্রতিবাদে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা প্রতিনিধি সাইফুল ইসলাম প্রশ্ন তোলেন,নারী পুরুষ এক সাথে হজব্রত পালন করতে পারে, রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশে নারী সাংবাদিক উপেক্ষা করা হয় না। তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ নারী বর্জিত দল বলেও কোন ঘোষণা নেই। পরে উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম ও উপদেষ্টা লাল মোঃ শাহজাহান কিবরিয়া সকল সাংবাদিক সহ মতবিনিময় সভাস্থল ত্যাগ করেন এবং গন সমাবেশ বর্জন করেন।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.সাইফুল ইসলাম বলেন,সাংবাদিকতার ক্ষেত্রে লিঙ্গভিত্তিক বিভাজনের স্থান কোথায়? সংবাদ সংগ্রহের সময় একজন নারী সাংবাদিককে “আমীর সাহেব এলাও করেন নাই” বলে সভা থেকে বের করে দেওয়া শুধু ব্যক্তিগত অবমাননাই নয়, বরং সাংবাদিকতার স্বাধীনতার ওপর নগ্ন আঘাত।
এ ব্যাপারে দলীয় এমপি প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল কায়েসের সাথে ফোনে ও ক্ষুদে বার্তায় একাধিবার চেষ্টা করলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply