নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিন্ডিকেট, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় “নালিতাবাড়ীর সর্বস্তরের সাধারণ জনগণ”র আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে এসব কর্মসূচী পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন, রুহুল সিদ্দিকী রোমান, হাবিবুল্লাহ পাহাড়ি, মাহাদী হাসান সিদ্দিকী, মোঃ মানিক মিয়া, সাব্বির আহম্মেদ, আবদুল্যাহ আল-আমিন, জোবায়ের আহম্মেদ, মুহাম্মদ আলি, মুজাহিদুল ইসলাম উজ্জ্বল, শিহাব সারার নিরব প্রমুখ। বক্তারা ১৯ দফা দাবি উপস্থাপন করেন ।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের নানা অব্যবস্থাপনা, হাসপাতালে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, রোগীদের সঙ্গে দুর্ব্যবহার এবং বহিরাগত দালালদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়েছে। হাসপাতালের সেবা ও চিকিৎসকদের কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ করছেন সেবাগ্রহীতারা।
তারা বলেন,এই হাসপাতালের সিন্ডিকেট, অনিয়ম ও অপকর্মের সকল ধরনের তথ্য প্রমান আমাদের কাছে রয়েছে। আমরা তাদের প্রস্তাব দিয়েছিলাম দ্বিপাক্ষিক গণশুনানীর আয়োজন করার। কিন্ত তারা মানেনি। তাই আজকের মানববন্ধন থেকে আগামী মঙ্গলবার(০২ সেপ্টেম্বর)পর্যন্ত সময় দেওয়া হলো। এরমধ্যে দ্বিপাক্ষিক গণশুনানীর আয়োজন না করলে তাদের অপকর্মের সকল তথ্য মিডিয়ার মাধ্যমে উন্মোচন করা হবে। আর অপরাধীদের আইনের আওতায় আনার ব্যবস্থা করা হবে।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবী, ভুক্তভোগী রোগী, সাধারণ জনতা এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ বলেন, আমাদের জনবল সংকট রয়েছে, তারপরও আমরা আন্তরিকভাবে চেষ্টা করবো যেন সমস্যা গুলোর দ্রুতই সমাধান করা যায়।
Leave a Reply