নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধি
“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই”এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে ২৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে । সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে পৌরভবনের সামনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে গাছের চারা বিতরণ ও শহরে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন উদ্বোধন করলেন ডিসি তরফদার মাহমুদুর রহমান।
জানাগেছে, জেলা প্রশাসক(ডিসি)তরফদার মাহমুদুর রহমান সকাল ১১ টার সময় নালিতাবাড়ী পৌরসভায় উপস্থিত হয়ে পৌরসভা কার্যালয় পরিদর্শন করে বিভিন্ন কার্যক্রম নিয়ে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। পরে পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফুল,ফল,ওষধি ও বনজ গাছের চারা বিতরন করেন। এবং ১২ টি ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে ২৩ হাজার চারা বিতরন করার জন্য দেওয়া হয়। এরপর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা জোরদার করতে শহরে স্থাপনকৃত সিসি ক্যামেরা উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে ৩২টি স্থানে এসব ক্যামেরা বসানো হলেও পর্যায়ক্রমে ক্যামেরার সংখ্যা আরও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। শেষে নির্মানাধীন পৌরসভার সীমানা প্রাচীর উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)ফারজানা আক্তার ববি, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সোহেল রানা, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ,মধুটিলা ইকোপার্কের রেঞ্জার দেওয়ান আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক নয়াবিল ইউনিয়ন ভূমি অফিস ও এর কার্যক্রম পরিদর্শন করেন।
Leave a Reply