নালিতাবাড়ী প্রতিনিধি
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৮ আগস্ট) সকালে উপজেলা কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা কার্যালয় এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে মৎস্য কর্মকর্তা মো.সারোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)ফারজানা আকতার ববি।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার(ভ’মি)মো.আনিসুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.সাইফুল ইসলাম,প্রেসক্লাব নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক মো.মনিরুল ইসলাম,ইসলামী শাসন তন্ত্র আন্দোলনের মনোনীত এমপি প্রার্থী আবদুল্লাহ আল কায়েস,কাজী ফার্ম এর কর্মকর্তা মো.রাশেদুল ইসলাম,নন্নী ইউপি’র সাবেক চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন ও ছাত্রদের পক্ষে মো. মেহেদী হাসান।
আলোচনা সভার পর দেশীয় প্রজাতির মৎস্য সংরক্ষণ ও উন্নয়নে অবদানের জন্য তিনজন মৎস্য খামারী ও একজন হেচারীকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। এবং সবশেষে পরিষদ পুকুরে ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মৎস্য খামারী মঞ্জুরুল হক মাসুদ।
আগামী ২৪ আগস্ট সাতদিন ব্যাপী মৎস্য সপ্তাহ শেষ হবে।
Leave a Reply