নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এখাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জানাগেছে, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সংগঠনটি ইতোমধ্যে শিক্ষাবৃত্তি প্রদান, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, দারিদ্র বিমোচন, প্রতিবন্ধী পুনর্বাসন, জরুরি ত্রাণ সহায়তা, গৃহ ও মসজিদ নির্মাণসহ নানামুখী প্রকল্প বাস্তবায়ন করে আসছে। তার ধারাবাহিকতায় আজ নালিতাবাড়ীতে ৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেন।
প্রতিটি খাদ্য প্যাকেটে ছিল ২৫ কেজি চাল, ৫ লিটার ভোজ্যতেল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, লবণ ও নিত্যপ্রয়োজনীয় মশলা। প্রায় ৪৫ কেজি ওজনের এসব খাদ্য সামগ্রী একটি পরিবারের কয়েক সপ্তাহের খাদ্য চাহিদা পূরণে সহায়ক হবে।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান গোলাম কিবরিয়া (ভিপি), নালিতাবাড়ী দারুল ইসলামের সভাপতি মাওলানা আফসার উদ্দিন, সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা, তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন, নালিতাবাড়ী শিক্ষক সমিতির সাবেক সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, সাব ইন্সপেক্টর রফিকুল ইসলাম।
Leave a Reply