নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার হওয়া রামচন্দ্রকুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক মাহমুদকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
সোমবার (২৫ আগস্ট) শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. নাইম হাসান উজ্জ্বল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর জেলা ছাত্রদলের অধীনস্থ নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আশিক মাহমুদকে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক সকল পদ থেকে স্থায়ী ভাবে বহিস্কারকরা হলো। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের তাকে এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার রাতে নালিতাবাড়ীর নয়াবিল ইউনিয়নের হাতিপাগাড় চারআলী বাজার এলাকায় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের অভিযানে ১৪৫ পিস ইয়াবাসহ আশিক মাহমুদকে গ্রেফতার করা হয়। তিনি কালাকুমা বৈশাখী বাজার এলাকার ফারুক মিয়ার ছেলে।
Leave a Reply