1. admin@somoyerahoban.com : admin :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শান্তিময় সমাজ বিনির্মাণে তওহীদ ভিত্তিক ব্যবস্থার বিকল্প নেই শীর্ষক গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা। পাহাড়ে মেঘ দেখলেই আতঙ্ক ছড়ায় নালিতাবাড়ীতে ওএমএসের আটা কিনতে মানুষের দীর্ঘ লাইন,চাহিদার তুলনায় বরাদ্দ কম, ফিরতে হচ্ছে খালি হাতে। নালিতাবাড়ীতে ‘আলোকবিন্দু’ স্বেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ নালিতাবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৪ নালিতাবাড়ীতে রোটারির প্রকৃতিযাত্রা নালিতাবাড়ীতে ২৫ হাজার গাছের চারা বিতরণ ও পৌরশহরে সিসি ক্যামেরা স্থাপন উদ্বোধন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নারী সাংবাদিককে উপেক্ষা: গণতান্ত্রিক রাজনীতির জন্য লজ্জাজনক নজির

কৃষিতে সম্ভাবনাময় হাইব্রীড বীজ ধান বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু

রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৭৪ বার

সাইফুল ইসলাম
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কৃ‌ষি‌তে সম্ভাবনাময় হাইব্রীড বীজ ধান বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়েছে। এবছর ৭৫০ একর জমিতে চীনা জাতের এফ-১ জাতের হাইব্রীড ধান থেকে ৭০০ টন বীজ ধান পাওয়া যাবে। এই জাতের ধান গাছে তুলনামূলক রোগ বালাই অনেক কম। তাই অন্যান্য হাইব্রীড জাতের ধানের তুলনায় চীনা এফ-১ বোরো হাইব্রীড জাতের বীজ ধানে ফলন অনেক বেশী। একরে গড় ফলন ১ হাজার থেকে ১ হাজার ২০০ কেজি। এছাড়া সাধারন চাষে এই ধানে একরে গড় ফলন ১১০ থেকে ১২০ মন হয় বলে উদ্যোক্তা জানান।
উপজেলা কৃষি অফিস জানায়, ২০২৪ সালে নালিতাবাড়ী উপজেলায় ১ম বারের পরীক্ষামূলকভাবে হাইব্রীড বীজ ধান উৎপাদন শুরু হয়। বাম্পার ফলন হওয়ায় চলতি বছর ব্যাক্তি উদ্যোগ ছাড়াও কৃষিবিদ গ্রুপ, লাল তীর, সিনজেনটা, ইস্পাহানী, মদীনা সিডসহ বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান চীনা এফ-১ বোরো হাইব্রীড জাতের বীজ ধানের চাষ করেছে। এরমধ্যে একজন উদ্যোক্তা কৃষিবিদ সাজ্জাদ হোসাইন তুলিপ উপজেলায় কফি চাষে সফলতার পর কাজ করছেন চীনা জাতের এফ-১ বোরো হাইব্রীড বীজ ধান নিয়ে। ইতিমধ্যে তিনি কৃষিবিদ গ্রুপের সহযোগীতায় নালিতাবাড়ী সদর ইউনিয়নের খালভাঙ্গা গ্রামে ৩৩ একর জমিতে এফ-১ বোরো হাইব্রীড জাতের ধানের চাষ করেছেন। তার ওখানে ৩০-৩৫ জন বেকার যুবকের কর্ম সংস্থান হয়েছে। এই জাতের ধান গাছে তুলনামূলক রোগ বালাই অনেক কম। তাই অন্যান্য হাইব্রীড জাতের ধানের তুলনায় চীনা এফ-১ বোরো হাইব্রীড জাতের বীজ ধানে একরে গড় ফলন ১ হাজার থেকে ১ হাজার ২০০ কেজি। এছাড়া সাধারন চাষে এই ধানে একরে গড় ফলন ১১০ থেকে ১২০ মন।
কৃষিবিদ সাজ্জাদ হোসাইন তুলিপ জানান, জমি লিজ, বীজ ধান ক্রয়, রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ এবং শ্রমিক খরচসহ একরে মোট খরচ হবে ১লাখ ২০ হাজার থেকে ১লাখ ৩০ হাজার টাকা। ধান কাটা, মাড়াই করে বীজ ধান সংগ্রহ করে বিক্রি পর্যন্ত সব খরচ বাদ দিয়ে একর প্রতি তার লাভ থাকবে ৩৫ থেকে ৪০ হাজার টাকা।
স্থানীয় কৃষক মোঃ সাইফুল ইসলাম (৪৮) বলেন,আমরা প্রতিবছর বুরো আবাদে নানা জাতের হাইব্রীড ধান চাষ করি। একেক জাতের ধানের একেক রকম ফলন হয়। তবে এবছর নিজ উপজেলায় উন্নত জাতের হাইব্রীড বীজ ধান উৎপাদন হওয়ায় আমরা অনেক আশাবাদী।
কৃষক ছামেদুল হক (৫০) বলেন, আমাদের নিজ গ্রামে হাইব্রীড ধানের বীজ উৎপাদন হচ্ছে। এবিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা আগামী বছর এই হাইব্রীড ধান চাষ করব।
কৃষি শ্রমিক মোঃমামুন মিয়া(১৮) বলেন, ধান বীজ উৎপাদনের জমিতে আমরা শ্রমিক হিসেবে প্রতিদিন কাজ করি। যদি সামনের বছর আরো বেশি জমিতে হাইব্রীড বীজ ধানের চাষ হয় তাহলে গ্রামের বেশি মানুষের কর্মসংস্থান হবে।
নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, একসময় বাংলাদেশে চাষকৃত হাইব্রীড বীজ ধান বিদেশ থেকে আমদানি করতে হতো। এখন উন্নত জাতের হাইব্রীড বাংলাদেশেই উৎপাদিত হচ্ছে। তাই আমদানি নির্ভরতা কমাতে অন্যান্য জেলার মত শেরপুরে চীনা এফ-১ বোরো হাইব্রীড জাতের বীজ ধান উৎপাদন শুরু হয়েছে। আরো বেশি জমিতে হাইব্রীড জাতের বীজ ধান উৎপাদন করা গেলে বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।
শেরপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন বলেন, এবিষয়ে উপজেলা কৃষি অফিস বীজ ধান উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে ন্যায্য মূল্যে রাসায়নিক সার ও সেচ সুবিধা নিশ্চিতকরণে কাজ করছে। হাইব্রীড জাতের এই বীজ ধানের ভাল ফলন হলে নিজ জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় বিক্রি করা সম্ভব। শেরপুর জেলায় হাইব্রীড জাতের বীজ ধান চাষে নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরি হবে। জেলার কৃষিতে তৈরি হবে নতুন এক সম্ভাবনার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...