স্টাফ রিপোর্টার
প্রায় তিন যুগ পর একসাথে ঈদের নামাজ পড়তে পেরে খুশি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উত্তর নাকশী গ্রামবাসী। গ্রামের প্রায় দুই হাজার মুসল্লি একসাথে ঈদ-উল ফিতরের নামাজ আদায় করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে সবাই মতানৈক্য ভূলে এক হয়ে একই মাঠে ঈদের নামাজ পড়েন।
সোমবার (৩১ মার্চ) সকাল ১০টায় অনুষ্ঠিত নামাজে ইমামতি করেন মাওলানা মো. কবির হোসাইন আকন্দ।
গ্রামবাসীর সূত্র জানায়, প্রায় ৩৫ বছর ধরে গ্রামের মানুষ তিনটি ভাগে বিভক্ত হয়ে আলাদা আলাদা ঈদগাহে ঈদের নামাজ আদায় করে আসছেন। এবার ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গ্রামবাসীদের সঙ্গে নিয়ে তিনটি ঈদগাহের মুসুল্লিদের নিয়ে একত্রে উত্তর নাকশী উচ্চ বিদ্যালয় মাঠে নামায পড়ার আয়োজন করেন। এসময় গ্রামবাসীদের সমাগমে এক মিলন মেলায় পরিনত হয়। এখানে নামাজ আদায় করতে পেরে খুশি বৃদ্ধ তরুণ সবাই।
গ্রামবাসীরা জানান, বিভিন্ন কারণে গ্রামের সবাই একত্রে নামাজ আদায় হয়নি। গ্রামে তিনটি ভাগ হয়ে ঈদের নামাজ হতো। দীর্ঘদিন পর একসাথে সবাই নামায পড়তে পেরে আমরা খুশি।
এমন মহতী উদ্যোগ গ্রহন করায় চেয়ারম্যান ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানিয়ে তারা আরও বলেন, আমরা চাই এরকম সমন্বিত সুন্দর উদ্যোগ অব্যাহত থাকুক।
ঈদগাহের খতিব মাওলানা মো. কবির হোসাইন বলেন, খতিবের বাইরে আমি নিজেও এই গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন এখানে গ্রামের মানুষ একত্রে ঈদগাহে জামাত হয়নি। এবার অনেক মুসল্লির সমাগম হয়েছে। সবাইকে নিয়ে নামাজ পড়তে পেরে ভালো লাগছে। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই।
ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, সবার সহযোগিতা ঈদের জামাতের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে আরো ভালো আয়োজন করতে চাই।
Leave a Reply