1. admin@somoyerahoban.com : admin :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শান্তিময় সমাজ বিনির্মাণে তওহীদ ভিত্তিক ব্যবস্থার বিকল্প নেই শীর্ষক গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা। পাহাড়ে মেঘ দেখলেই আতঙ্ক ছড়ায় নালিতাবাড়ীতে ওএমএসের আটা কিনতে মানুষের দীর্ঘ লাইন,চাহিদার তুলনায় বরাদ্দ কম, ফিরতে হচ্ছে খালি হাতে। নালিতাবাড়ীতে ‘আলোকবিন্দু’ স্বেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ নালিতাবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৪ নালিতাবাড়ীতে রোটারির প্রকৃতিযাত্রা নালিতাবাড়ীতে ২৫ হাজার গাছের চারা বিতরণ ও পৌরশহরে সিসি ক্যামেরা স্থাপন উদ্বোধন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নারী সাংবাদিককে উপেক্ষা: গণতান্ত্রিক রাজনীতির জন্য লজ্জাজনক নজির

আঘাতে অসুস্থ হাতিটি ফলোআপ চিকিৎসা শেষে স্বাভাবিক হয়ে গভীর জঙ্গলে চলে গেলো।

রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২২ বার

নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে বল্লমের আঘাতে অসুস্থ বন্য হাতিকে দ্বিতীয় বারের মত চিকিৎসা দিয়েছে বন বিভাগ।হাতিটি আগের চাইতে অনেকটাই সুস্থ হয়েছে প্রথম চিকিৎসার সময় পায়ের ক্ষত ৭ইঞ্চি ছিলো এখন সেটি ৩ইঞ্চি হয়েছে। গত ১লা মে প্রথম চিকিৎসা দেয়া হয়েছিলো। রবিবার (১৮ মে) সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত হাতিটিকে চিকিৎসা সেবা দেয়া হয় ।
বন বিভাগ ও এলাকাবাসী জানান, উপজেলার গারো পাহাড়ে কালাপানি গারো পাহাড়ে আহত অসুস্থ বন্য হাতিকে ফলোআপ চিকিৎসা দিয়ে বনে ছেড়ে দেওয়া হয়েছে। চলতি মাসের ১লা মে প্রথম চিকিৎসা দেয়া হয়েছিলো হাতিকে । আজ সেটিকে পুনরায় তার অবস্থা পর্যবেক্ষনের জন্য কালপানি পাহাড় থেকে খোঁজে বের করা হয়। ডার্ট গানের মাধ্যমে হাতিটিকে এনেস্থিসিয়া দেওয়ার পর বনবিভাগের চিকিৎসক টিম এবং নালিতাবাড়ী ভ্যাটেনারি টিম যৌথ ভাবে হাতির ফলোআপ চিকিৎসা করে। চিকিৎসা শেষে হাতিটি স্বাভাবিক হয়ে গভীর জঙ্গলে চলে যায়। মেডিকেল টিমের নেতৃত্বে থাকা নালিতাবাড়ি উপজেলার ভ্যাটেনারি সার্জন ডা: শাকিব হোসেন সাগর জানান,হাতিটি আগের চাইতে অনেকটাই সুস্থ হয়েছে প্রথম চিকিৎসার সময় পায়ের ক্ষত ৭ইঞ্চি ছিলো এখন সেটি ৩ইঞ্চি হয়েছে। হাতিটিকে যথাযথ ভাবে ড্রেসিং করে প্রয়োজনীয় এন্টিবায়োটিক, ব্যথানাশক ও অন্যান্য ঔষধ দেওয়া হয়েছে। সকাল ১১ টা থেকে বিকেল ৩ টাপর্যন্ত হাতিটিকে চিকিৎসা সেবা দেয়া হয় । বন্য হাতিটিকে এ সময় খুব শান্ত হয়ে দাড়িয়ে স্বাভাবিক ভাবে থাকতে দেখা যায় বলে জানান সংশ্লিষ্টরা।
এসময় নালিতাবাড়ী প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর, কমিউনিটি এক্সটেনশন এজেন্ট( সিইএ) মোস্তফা কামাল, গাজীপুর সাফারি পার্কের ল্যাব টেকনিশিয়ান আতিকুল ইসলাম ভূঁইয়া, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহিন কবির, বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ড লাইফ রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল আমীন, মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার দাওধারা কাটাবাড়ি পাহাড়ে নির্মাণাধীন নতুন পর্যটন এলাকার পাশে এমনই এক আঘাতপ্রাপ্ত বন্য হাতিকে দেখতে পান স্থানীয় অধিবাসীরা। পরে বন বিভাগে জানানো হলে তারা মেডিকেল টিম নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। এসময় তারা দেখতে পান আঘাতপ্রাপ্ত ১১ থেকে –১২ বছরের ওই মাদি হাতি। প্রায় ৩ থেকে ৪ মাস আগে বল্লম জাতীয় দেশীয় অস্ত্র দিয়ে ওই হাতিকে আঘাত করা হয়েছিল। ওই আঘাতের গভীরতা প্রায় ৭ ইঞ্চির মতো।
উপজেলার গারো পাহাড়ি এলাকায় শতাধিক বন্য হাতি কয়েকটি উপদলে বিভক্ত হয়ে ঘোরাঘুরি করছিল। এসব বন্য হাতি খাদ্যের সন্ধানে কখনো ধানখেতে, কখনো বা লোকালয়ে হামলা করে। ফসল ও বসতবাড়ি রক্ষা করতে গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তোলেন। আবার কেউ কেউ ধানখেতে জেনারেটর বা বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পেতে ক্ষুধার্ত হাতিগুলোকে নিভৃত করতে চেষ্টা করেন। এসময় বাইরে থেকে লোকজন বন্য হাতি দেখতে আসেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হাতি তাড়াতে যোগ দেন তারা এবং কখনো কখনো পাথর ছুড়ে মারেন। কিংবা দেশীয় কোনো অস্ত্র দিয়ে আঘাত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...