নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে পূর্ব বিরোধের জেরে কুপিয়ে জখম ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ০৯ জুন সোমবার উপজেলার বিশগিরি পাড়া বাজারে এ ঘটনা ঘটে। এ ব্যপারে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগ ও আহতরা জানান,রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া গ্রামের মো,সবুজ মিয়ার সাথে একই গ্রামের মো,সালমান মিয়া সহ কয়েক জনের সাথে গরু নিয়ে বিবেধ সৃষ্টি হয়। সবুজ মিয়া কুরবানী ঈদকে সামনে রেখে কাকরকান্দী ও বাঘাইতলা বাজার থেকে ৫ টি গরু কিনে ব্যবসার জন্য ৪ টি গরু পিকআপ ভাড়া করে কুমিল্লায় পাঠায় গত ১৯ মে। গরুর গাড়ী পিকআপের সাথে সবুজের দু্ইজন লোক ও ড্রাইভার এবং হেলপার সাথে যায়। রাত্ত সাড়ে ৪ টা পর্যন্ত সবুজের সাথে যোগাযোগ হলেও সকাল ৭ টার সময় সবুজকে জানানো হয় গরু চারটি ডাকাতি হয়ে গেছে। পরবর্তীতে সবুজ নির্দিষ্ট স্থানে গিয়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে দেখে গরু গুলি ডাকাতি হয়নি। বরং তারা নাটক সাজিয়ে সে কথা বলছে । পিকআপ গাড়ীটি যে শোরুম থেকে নেয়ো হয়েছিলো সেখানে রাখা হয়। এবং এ ব্যপারে নারায়নগঞ্জ বন্দর থানায় একটি অভিযোগ দেওয়া হয়। সবুজ জানা, ওই চার জনকে বিশগিরিপাড়ার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয় । এরপর থেকে সবুজের উপর ক্ষিপ্ত হয়ে ০৯ জুন সোমবার দুপুর তিনটার দিকে বিশগিরিপাড়া বাজারে দেশীয় রামদা,লাঠি ও রড নিয়ে ১০ থেকে ১২ জনের দল সবুজের উপর হামলা চালায়। সবুজের বড় ভাই ফিরানোর চেষ্টা করলে তার উপরও হামলা করে। এ সময় রামদা দিয়ে সবুজের মাথায় আঘাত করার চেষ্টা করলে সবুজ মাথা সড়িয়ে নেওয়ার সময় তার ডান চোখের উপর কপালে দায়ের আঘাত লাগে। সবুজের ভাই সহ দুজনকে আহত করে তারা চলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে নালিতাবাড়ী স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিচিৎসক দুজনকে ভর্তি রাখেন। দুদিন পর সবুজ মিয়া বাদী হয়ে ৮ জন নাম উল্লেখ ও ১০ থেকে ১২ জন অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন।
এ ব্যপারে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.সোহেল রানা বলেন, এ ব্যপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply