নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় লুকোচুরি খেলতে গিয়ে চার্জে দেওয়া ব্যাটারিচালিত অটোরিকশা স্পর্শ করতেই বিদ্যুত পৃষ্ঠ হয়ে সালমান ফার্সি নামে ৮ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উপজেলার কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সালমান ফার্সি ওই এলাকার ইলিয়াস হোসাইনের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামে তার প্রতিবেশি এক ব্যক্তি নিজ বাড়ীতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে বসিয়েছিলেন। দুপুরের দিকে ওই বাড়ীতে শিশু সালমান কয়েকজন শিশুর সঙ্গে লুকোচুরি খেলতে যায়। কিছুক্ষণ পর খেলার এক পর্যায়ে চার্জে বসানো অটোরিকশাতে হাত দিয়ে স্পর্শ করে শিশু সালমান। অটোগাড়ীটি বিদ্যুতায়িত হয়ে থাকায় ঘটনাস্থলে বিদ্যুত পৃষ্ঠ হয়ে অজ্ঞান হয়ে যায় সালমান। পরে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে স্থানীয় কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, শিশু সালমান ফার্সি বিদ্যুত পৃষ্ঠ হয়ে মৃত্যু বরন করেছে এমন খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
Leave a Reply