নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে বালু মহাল বিলুপ্ত ঘোষণা এবং সবধরণের বালু উত্তোলন ও পরিবহন নিষিদ্ধ থাকার পরও রাতের আধাঁরে উত্তোলিত বালু অবৈধভাবে পরিবহনের দায়ে ৯টি ট্রাক জব্দ ও ৯জন চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৪ জুলাই) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজার ও কালাকুমা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে অবৈধ ভাবে বালু উত্তোলণ ও পরিবহনের দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ৯ টি বালুবোঝাই ট্রাক জব্দ করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- ১৫ দিন করে কালাকুমা গ্রামের মগর আলীর ছেলে জামির হোসেন (৩২), ময়মনসিংহের চুরখাইয়ের আজিজুল শেখ এর ছেলে গাজী শেখ (২৮), একই এলাকার হাফেজ আলীর ছেলে রাকিব হোসেন (২২), আব্দুল লতিফের ছেলে আব্দুল রাসেল (২৫), নালিতাবাড়ীর কালাকুমা গ্রামের জিন্নত আলীর ছেলে জহুরুল ইসলাম খোকন (৪২), ত্রিশাল উপজেলার বাগান গ্রামের আজিজুল হক এর ছেলে রুকন (২৭), ৭ দিন সাজাপ্রাপ্ত রা হলেনএকই উপজেলার মধ্যকটির চরপাড়া গ্রামের আব্দুল কাদির জিলানীর ছেলে আরিফুল ইসলাম সোহাগ (২২), কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মুঞ্জুরুল মিয়ার ছেলে মমিন মিয়া (২০) ও নালিতাবাড়ীর আন্ধারুপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে আব্দুল কাদির (৩৩)।
উপজেলা প্রশাসন জানায়, বালু মহাল বিলুপ্ত ঘোষণা এবং সবধরণের বালু উত্তোলন ও পরিবহন নিষিদ্ধ থাকার পরও গভীর রাতে ভোগাই নদীর কালাকুমাসহ বিভিন্ন এলাকায় বালু উত্তোলন চলে। উত্তোলিত এ বালু গভীর রাত থেকে ভোর সাতটা পর্যন্ত পরিবহন করা হয়। এরই প্রেক্ষিতে কালাকুমা ও বৈশাখী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
Leave a Reply