নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ জুলাই) বিকেলে উপজেলা ও শহর বিএনপি একাংশের আয়োজনে গড়কান্দা এক জনসভায় এ কর্মসূচির উদ্বোধন হয়।
শেরপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হাবিবুর রহমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক প্রকৌশলী ফাহিম চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নকলা উপজেলা বিএনপি’র আহবায়ক মো.খোরশেদুর রহমান,সদস্য সচিব মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল,নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র মো.আনোয়ার হোসেন,প্রকৌশলী ইসমাইল হোসেন বিদু্যৎ,উপজেলা শ্রমীক দলের আহবায়ক মো.হুমায়ুন কবির,শহর বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক মো.শফিকুল ইসলাম রিপন ও আলী আকবর চান্দু। এ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, “আজকের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির মাধ্যমে আমরা প্রমাণ করছি বিএনপি শুধু অতীত নিয়ে পড়ে নেই, বরং ভবিষ্যতের জন্য সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে কাজ করছে। যারা বিশ্বাস করে গণতন্ত্র, অধিকার আর দেশের মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতিতে, তারাই এই দলের সদস্য হবে।”
বক্তারা আরও বলেন,শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী)আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী ফাহিম চৌধুরীর নেতৃত্বে অতীতের তুলনায় বর্তমানে অনেক শক্তিশালী। আগামী নির্বাচনে প্রকৌশলী ফাহিম চৌধুরীকে মনোনয়ন দিবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এমএ রায়হান।
Leave a Reply