নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পশ্চিম চাঁদগাও এলাকা থেকে একটি পিকআপভর্তি ২৬০ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৭২ হাজার টাকা।
১১ জুলাই শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সীমান্তবর্তী এলাকা থেকে একটি পিকআপে করে বিদেশি মদ ঢাকায় পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি দল সকাল সাড়ে ৭টার দিকে অভিযান চালায়। অভিযানে নালিতাবাড়ী থানাধীন পশ্চিম চাঁদগাও এলাকার তিনানি-নন্নী পাকা রাস্তার পাশে র্যাব সদস্যরা অবস্থান নেন।
র্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালকসহ অজ্ঞাতনামা মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র্যাবের টহল গাড়ি তাদের ধাওয়া করে এবং প্রায় ১০-১২ মিনিট পর পশ্চিম চাঁদগাও গ্রামের মোঃ মোফাজ্জল হোসেনের ভূসি দোকানের সামনে পিকআপটি ফেলে মাদক কারবারিরা পালিয়ে যায়।
পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে পিকআপটি তল্লাশি করে ২৬০ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদক এবং ব্যবহৃত পিকআপ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
র্যাব জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং পলাতকদের গ্রেফতারে চেষ্টা চলমান রয়েছে।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.সোহেল রানা বলেন,উদ্ধার হওয়া মাদক ও আসামী সহ মাত্র থানায় আসছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা হবে।
Leave a Reply