নালিতাবাড়ী প্রতিনিধি
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম(এসইডিপি) এর উদ্যোগে শেরপুরের নালিতাবাড়ীতে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ সোমবার(২১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে কৃতি শিক্ষার্থীদের এই পুরস্কার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা শিক্ষা অফিসার মো: রেজুয়ান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জাহাঙ্গীর কবির।
উপজেলার ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এ ছাড়াও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ১০ হাজার ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ১৫ হাজার টাকা পান।
অন্যান্যের মধ্যে জেলা সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ,শিক্ষার্থী রাকিবুল হাসান,মৌমিতা আহসান মৌ,অভিভাবক দ্বীন মোহাম্মদ,সাংবাদিক মো জাহাঙ্গীর আলম তালুকদার,শিক্ষক মো নেছার উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
Leave a Reply