নালিতাবাড়ী প্রতিনিধি
“গাছ লাগান,পরিবেশ বাচাঁন”এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বীনা মুল্যে ৬০০ টি ফলজ বৃক্ষের চারা বিতরন করা হয়েছে। আজ শনিবার(০৯ আগস্ট) দুপুরে পৌরশহরের আমবাগান এলাকায় চেয়ারম্যন সড়কে একশত জন কৃষকের মাঝে এ চারা বিতরন করেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংকল্প ও আগামী দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষে কৃষিবিদ মুহাম্মদ সাজ্জাদ হোসেন তুলিপ ও তার বন্ধু মহলের সার্বিক সহযোগিতায় এ সব চারা বিতরন করেন। পৌর শহরের বিভিন্ন একশত জন কৃষকদের মাঝে তিনটি কওে চারা দেওয়া হয়। এর মধ্যে তিন পদের আম,লিচু ও লটকন চারা। চারা বিতরন অনুষ্ঠানে শেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে শেরপুর জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন,সাধারন সম্পাদক প্রকৌশলী মো.মনোয়ার হোসেন রঞ্জু, নালিতাবাড়ী পৌরবিএনপি’র সাবেক জৈষ্ঠ সহ সভাপতি মো.শফিকুল ইসলাম তালুকদার রিপন ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মো.হুমায়ুন কবির বক্তব্য রাখেন।
Leave a Reply