নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গারো আদিবাসী নারী বন্দনা চাম্বুগংকে একটি প্রতারনার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা বারোটার দিকে উপজেলার বারোমারী বটতলা মিশন এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ জানায়, একই এলাকার জীবিতা মারাক নামে আরেক গারো আদিবাসী নারীর ব্যাংক একাউন্ট থেকে টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগং। এমন অভিযোগ তুলে বন্দনার নামে বৃহস্পতিবার সকালে নালিতাবাড়ী থানায় একটি প্রতারনা মামলা দায়ের করেন জীবিতা মারাক। মামালা দায়ের করার পর পরই বেলা বারোটার দিকে নিজ বাড়ি থেকে বন্দনা চাম্বুগংকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, একটি প্রতারনা মামালায় ১নং পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগংকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলেই তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হচ্ছে।
Leave a Reply