নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে মো.মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক পদে মো.ওয়াজ কুরুনীকে করে কমিটি ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার(১৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এ কমিটি ঘোষনা করেন।
দলীয় সূত্রে জানাগেছে, ২০১৫ সালে ৩ এপ্রিল নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রথম অধিবেশনে আলোচনা সভায় মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিেিসবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ম-লীর সদস্য ও স্থানীয় সাংসদ মতিয়া চৌধুরী। উদ্ধোধন করেন শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যড. চন্দন কুমার পাল। বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল,সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ডআরেং ও শ্রীবরর্দী-ঝিনাইগাতী আসনের এমপি ইঞ্জিনিয়ার ফজলূল হক চাঁন বক্তব্য রাখেন।
দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে ১২ জন ও সাধারণ সম্পাদক পদে ১১ জন পদ প্রত্যাশীগণ তাঁদের ব্যাক্তিগত বায়োডাটা নেওয়া হয়। সেখান থেকে নের্তৃবৃন্দ বাছাই করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন। সভাপতি পদে মো.মোস্তফা কামাল ও সহ সভাপতি পদে মো.আবদুস সবুর,বিপ্লব দে বর্ম্মন,মো.সুরুজ্জামান,মো.দলিল উদ্দিন,মো.নুরুল আমীন,এ্যাডভোকেট গোলাম কিবরিয়া ভুলু,মো.হাবিবুর রহমান ডিপু,যোগেন চন্দ্র রায়,আছমত আরা আছমা। সাধারণ সম্পাদক পদে মো.ওয়াজ কুরুনী ও যুগ্ন সাধারণ সম্পাদক পদে মো.ফারুক আহামেদ বকুল,হাজী মোশারফ হোসেন,মো.সারোয়ার জাহান স্বপন। সাংগঠনিক পদে মো.আবদুল ওহাব,মো.আবদুল লতিফ ও মো.জাহাঙ্গীর আলম। কমিটির অন্য সদস্য জেলা কমিটির সাথে আলোচনা করে পরবর্তীতে পুর্নোঙ্গ কমিটি করা হবে বলে জানানো হয়।
Leave a Reply