1. admin@somoyerahoban.com : admin :
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শান্তিময় সমাজ বিনির্মাণে তওহীদ ভিত্তিক ব্যবস্থার বিকল্প নেই শীর্ষক গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা। পাহাড়ে মেঘ দেখলেই আতঙ্ক ছড়ায় নালিতাবাড়ীতে ওএমএসের আটা কিনতে মানুষের দীর্ঘ লাইন,চাহিদার তুলনায় বরাদ্দ কম, ফিরতে হচ্ছে খালি হাতে। নালিতাবাড়ীতে ‘আলোকবিন্দু’ স্বেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ নালিতাবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৪ নালিতাবাড়ীতে রোটারির প্রকৃতিযাত্রা নালিতাবাড়ীতে ২৫ হাজার গাছের চারা বিতরণ ও পৌরশহরে সিসি ক্যামেরা স্থাপন উদ্বোধন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নারী সাংবাদিককে উপেক্ষা: গণতান্ত্রিক রাজনীতির জন্য লজ্জাজনক নজির

দেশে ভোজ্যতেলের চাহিদা বছরে ২৪ লাখ মেঃটন, উৎপাদন হয় ১০ লাখ টন,ঘাটতি থাকে ১৯ লাখ মেঃটন । মহাপরিচালক বিনা

রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৩০২ বার

নালিতাবাড়ী প্রতিনিধি
কৃষি সম্প্রসারণের হিসাব মতে দেশে ভোজ্যতেলের মোট চাহিদা বছরে ২৪ লাখ মেট্রিকটন। আর দেশে উৎপাদন হয় ৮-১০ লাখ টন। তন্মধ্যে সরিষার তেল উৎপাদিত হয় ৫ লাখ মেট্রিকটন। ঘাটতি থাকে ১৯ লাখ মেট্রিকটন। ভোজ্যতেলের এই ঘাটতি মেটানো হয় ৩ লাখ মেট্রিকটন সয়াবিন এবং ১২ লাখ মেট্রিকটন পামঅয়েল আমদানির মাধ্যমে। এতে বছরে প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়।
শেরপুরের নালিতাবাড়ীতে বিনা সরিষা ও বিনা বোরো ধানের জাত চাষাবাদ,কলাকৌশল ও বীজ সংরক্ষণ কৌশল বিষয়ে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম এ কথা বলেন। শুক্রবার(২০ জানুয়ারী)দিনব্যাপী বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট(বিনা)নালিতাবাড়ী বিনা উপকেন্দ্রের আয়োজনে প্রশিক্ষণ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ী বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড.মো.মাহবুবুল আলম তরফদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবেপরিচালক ড.মো. আবুল কালাম আজাদ,ড. মো. আবদুল মালেক ও ড. শামসুন্নাহার বেগম বক্তব্য রাখেন।

তিনি আরো বলেন,দেশে আমন এবং বোরো ফসলের মধ্যবর্তী সময়ে অনেক জমি পতিত থাকে। সেইসব পতিত জমিতে স্বল্প জীবন কালের উন্নত জাতের বিনা সরিষা-৯ ও বিনা সরিষা-১১ এর আবাদ বাড়ানো গেলে দেশে ভোজ্য তেলের ঘাটতি মেটানো সম্ভব। সেই সঙ্গে আমদানি নির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পুর্ণ হওয়া সম্ভব।
এ ছাড়া দেশে আমন এবং বোরো ফসলের মধ্যবর্তী সময়ে পতিত থাকে অন্তত ২২ রাখ হেক্টও জমি। এ সব পতিত জমিতে মাত্র ৮০ দিন জীবনকালের বিনা সরিষা-৯ ও বিনা সরিষা-১১ আবাদ প্রতি বছর ১৫-২০ শতাংশ হাওে বাড়ানো গেলে আগামী ২০৩০ সালের মধ্যেই দেশে ভোজ্যতেলের স্বয়ংসম্পুর্ণতা অর্জন সম্ভব হবে। সেই সাথে সাশ্রয় হবে বিপুল পরিমান বৈদশিক মুদ্রা,কমবে পরনির্ভশীলতা। আর স্বল্প মেয়াদি বিনা ধান-২৪ আবাদ করলে কৃষকরাও অনেক লাভবান হবেন। এর গড় ফলন প্রতি হেক্টরে ৬.৫ – ৯.০ টন । এবং বিনা ধান -২৫ এর গড় ফলন ৭.৬ – ৮.৭ টন প্রতি হেক্টরে। এ সময় প্রধান অতিথি ঘোষনা করেন আগামী বছর নালিতাবাড়ীতে ১৫০০ জন প্রকৃত কৃষকের মাঝে স্বল্প মেয়াদি ধান বীজ ও সরিষা বীজ দেওয়া হবে।
বৈজ্ঞানিক কর্মকর্তা মো ফরহাদ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,বৈজ্ঞানিক কর্মকর্তা ফয়সাল আহাম্মেদ ও খামার ব্যবস্থাপক মো.শফিকুজ্জামান প্রমুখ। কৃষক সমাবেশে ৫০ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করেন। সমাবেশ শেষে সরিষা রাখার জন্য ৫ জনের মাঝে ড্রাম ও বীজ ধান বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...