1. admin@somoyerahoban.com : admin :
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শান্তিময় সমাজ বিনির্মাণে তওহীদ ভিত্তিক ব্যবস্থার বিকল্প নেই শীর্ষক গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা। পাহাড়ে মেঘ দেখলেই আতঙ্ক ছড়ায় নালিতাবাড়ীতে ওএমএসের আটা কিনতে মানুষের দীর্ঘ লাইন,চাহিদার তুলনায় বরাদ্দ কম, ফিরতে হচ্ছে খালি হাতে। নালিতাবাড়ীতে ‘আলোকবিন্দু’ স্বেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ নালিতাবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৪ নালিতাবাড়ীতে রোটারির প্রকৃতিযাত্রা নালিতাবাড়ীতে ২৫ হাজার গাছের চারা বিতরণ ও পৌরশহরে সিসি ক্যামেরা স্থাপন উদ্বোধন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নারী সাংবাদিককে উপেক্ষা: গণতান্ত্রিক রাজনীতির জন্য লজ্জাজনক নজির

নালিতাবাড়ীতে ৫ দিন ধরে নিখোঁজ মাদরাসার ছাত্র

রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১২৭ বার

নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মো.রুবেল মিয়া(১৪) নামে এক মাদ্রাসা ছাত্র পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। বিভিন্ন যায়গায় খোঁজাখুজি করে না পেয়ে নালিতাবাড়ী থানায় রুবেলের পিতা মো.আবুল হাশেম একটি সাধারণ ডায়রি(জিডি) করেছেন। রুবেলের মা ছেলের ছবি নিয়ে বুকচাপড়াচ্ছেন আর আহাজারি করছেন।
জানাগেছে,উপজেলার নয়াবিল ইউনিয়নের ডাক্তারগোপ এলাকার মো.আবুল হাশেমের সন্তান মো.রুবেল মিয়াকে নালিতাবাড়ী মধ্যবাজার রহমানীয়া হাফেজিয়া মাদরাসায় হেফজখানায় পড়তে দেন। মাদরাসায় হেফজখানা ও নুরানী শাখায় ২৭৫ জন থাকা খাওয়ার সকল ব্যাবস্থা মাদরাসায়। প্রায় ছয় বছর ধরে রুবেল এই মাদরাসায় পড়ালেখা করছেন। ইতিমধ্যে রুবেল ২২ পাড়া কোরআন মুখস্ত করে ফেলেছেন। কোরবানি ঈদের ছুটিতে রুবেল বাড়ীতে আসে। ৭ জুলাই মাদরাসা খুলে। কিন্ত রুবেল ৮ জুলাই বাড়ী থেকে মাদরাসায় যায়। ৯ জুলাই মাদরাসায় ক্লাশ করে রাতে ঘুমিয়ে পড়ে। রুবেলের চাচাতো ভাই রবিউল পাশের সিটে ঘুমায়। সখালে ফজর নামাজের সময় রবিউল উঠে দেখে রুবেল তার বিছানায় নাই। মাদরাসার শিক্ষক সকাল ৯ টার সময় ক্লাশ হাজিরায় তাকে অনুপস্থিত পায়। রাতে আবার হাজিরায় তার অনুপস্থিতির পর শিক্ষক রবিউলকে ডেকে তার বাড়ীতে ফোন দিয়ে জানানো হয়। রুবেলের বাবা তাৎক্ষনিক এসে দেখে এবং আত্মীয় স্জন সহ বিভিন্ন যায়গায় খোঁজ করে না পেয়ে ১১ জুলাই নালিতাবাড়ী থানায় একটি জিডি করেন।
রুবেলের পিতা মো.আবুল হাশেম কলেন, মাদরাসা থেকে ফোন পেয়ে আমি সহ এলাকার অনেক লোকজন মাদরাসায় এসেছিলাম। পওে আত্মীয় সজন সহ বিভিন্ন যায়গায় খোঁজ করছি। কিন্ত এ পর্যন্ত কোথাও খোঁজ পাইনি। পুলিশ এসে মাদরাসার সিসি ফুটেজ দেখে ওই দিনের কোন ফুটেজ নাই। মনিটর বন্ধ পাওয়া গেছে।
মাদরাসার দায়িত্বপ্রাপ্ত মো.ইসমাইল হোসেন বলেন,এই মাদরাসায় পোনে তিনশত ছাত্র লেখাপড়া করে। আমরা প্রতিদিন দুইবার রোল কল করি। প্রথম কলে অনুপস্থিত থাকায় কøাশ শিক্ষক মনে করেছে হয়ত ওয়াশ রুমে গেছে। রাতে আবার রোল কলে না পেয়ে রুবেলের বাড়ীতে জরুরী খবর জানানো হয়। আর ওইদিন ফ্যান ঠিক করতে মেকার এসে সিসি টিভির সুইচ অফ করে রাখায় কোন রেকর্ড নাই।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো.এমদাদুল হক বলেন, নিখোঁজের বাবা থানায় একটি জিডি করেছে। আমরা তাৎক্ষনিক মাদরাসায় গিয়েছিলাম। সারাদেশে ওই ছেলের ছবি সহ মেসেজ পাঠানো হযেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...