1. admin@somoyerahoban.com : admin :
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মুক্তিযুদ্ধে বীরত্বের গল্প’শিরোনামে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত নালিতাবাড়ী হানাদার মুক্ত দিবস পালন নালিতাবাড়ীতে শ্রদ্ধায়,ভালোবাসায় স্মরণ করলেন বীর প্রতীক তারামন বিবিকে মনোনয়ন পত্র দাখিল করলেন মতিয়া চৌধুরী নালিতাবাড়ীতে রাতের আধাঁরে অবৈধ ভাবে বালু উত্তোলণ,প্রতিরাতে ম্যানেজ করতে দিতে হয় আড়াইলাখ, হুমকিতে স্থলবন্দর। নালিতাবাড়ীতে কৃষিবিদ বদিউজ্জামান বাদশার মুত্যু বার্ষিকী পালিত আওয়ামীলী‌গের কেন্দ্রীয় নেতারা কে কোথায় প্রার্থী হতে চান পরকীয়ায় ফেঁসে গিয়ে মুচলেকা দিয়ে ছাড় পেলেন এএসআই আত্তির(হাতি) ডরে কলাপাকা ধান কাইটারতাছি স্বামী সপ্তম বিয়ে করায় চতুর্থ স্ত্রীর আত্মহত্যা

নালিতাবাড়ীতে অটোরাইসমিল শ্রমিক হত্যার রহস্য উদঘাটন

রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১২৫ বার

নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে নির্মাণাধীন অটোরাইস মিলে লিটন মুরমু (২৫) নামে এক শ্রমিক হত্যার ঘটনায় রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। ২৯ আগস্ট মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম তার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের ওই তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৫ আগস্ট সকালে নালিতাবাড়ী উপজেলার রাণীগাঁও গ্রামে সেতু এগ্রো ইন্ডাস্ট্রিজের সম্প্রসারিত নির্মাণাধীন অটোরাইস মিলে কর্মরত শ্রমিক দিনাজপুর জেলার কাহারোল থানাধীন বিক্রমপুর গ্রামের মৃত কান্দেলা মুরমুর ছেলে লিটন মুরমুর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় লিটন মুরমুর বড়ভাই বাবলু মুরমু বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এক পর্যায়ে পুলিশ সুপারের তদারকি ও দিক-নির্দেশনায় গত ২৮ আগস্ট একই মিলে কর্মরত সহকর্মী দিনাজপুরের বিরল থানাধীন কাশিডাঙ্গা এলাকার মোজাফফর আলীর ছেলে রাকিবুল ইসলাম (১৯) কে গ্রেফতার করে।
ক্লুলেস মামলার ৪ দিনের মধ্যে গ্রেফতারকৃত রাকিব জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে যে লিটন মুরমুর সাথে গাঁজা সেবনকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও অশ্লীল গালিগালাজ করায় সে ক্ষিপ্ত হয়ে পাশে থাকা লোহার অ্যাঙ্গেল দিয়ে লিটনের মাথার পিছনে সজোরে আঘাতে হত্যা করে এবং সাথে থাকা ৩ হাজার ৭০০ টাকাসহ মানিব্যাগ নিয়ে নেয়। পরে সে টাকা বের করে নেওয়ার পর মানিব্যাগসহ হত্যাকা-ে ব্যবহৃত লোহার অ্যাঙ্গেল পাশের ডোবায় ফেলে দেয়। পরে তার দেওয়া তথ্য মোতাবেক টাকা, মানিব্যাগ ও লোহার অ্যাঙ্গেল উদ্ধার করে পুলিশ।
এদিকে মঙ্গলবার বিকেল ৫টায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম খানের কাছে ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সোহেল মাহমুদ, ডিআইও-১ জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা এবংগণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...