1. admin@somoyerahoban.com : admin :
রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচন নালিতাবাড়ীতে চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়ন পত্র দাখিল

রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৩ বার

নালিতাবাড়ী প্রতিনিধি
দ্বিতীয় ধাপে ২১ মে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ ২১ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়ে চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান(পুরুষ)পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সদস্য মো.মোকছেদুর রহমান লেবু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো.মোশারফ হোসেন,বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মো.আমিনুল ইসলাম,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আছমত আরা আছমা।
ভাইস চেয়ারম্যান(পুরুষ)পদে উপজেলা আওয়ামী যুব লীগের সদস্য মো.শেখ ফরিদ,শহর আওয়ামী যুব লীগের সভাপতি মো.মেহেদী হাসান রাজন,সাবেক ছাত্র লীগ নেতা মো.দেলোয়ার হোসেন রিপন,ডিস ব্যাবসায়ী বাবুল হোসেন,ব্যাবসায়ী ইসমাইল হোসেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.আশুরা বেগম,উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নোহেলিকা দিব্রা, আদীবাসী নেত্রী ক্লোডিয়া নকরেক কেয়া,বাংলাদেশ ওয়াকার্স পার্টির শেরপুর জেলার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো.মোশারফ হোসেন অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেও আজ রবিবার সকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে মিলাদ ও দোয়ার আয়োজন করে। এতে সকল ইউনিয়ন থেকে ভোটাররা মিছিল নিয়ে এসে মিলাদে অংশ গ্রহণ করেন। পরে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল,যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ বকুল,শহর আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান ডিপু,সাধারণ সম্পাদক ও মেয়র আবু বক্কর সিদ্দিক সহ দলের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে বর্তমান চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু তারাগঞ্জ উত্তর বাজার তার নিজস্ব অফিসে মিলাদ ও দোয়ার আয়োজন করেন।
নালিতাবাড়ী উপজেলা ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৩০৬ জন।
উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল । মনোনয়ন পত্র বাছাই ২৩ এপ্রিল,প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে এবং ভোট গ্রহণ ২১ মে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...