1. admin@somoyerahoban.com : admin :
বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

৫১ প্রতিষ্ঠানের সবাই ফেল,না‌লিতাবাড়ী‌তে এক‌টি মাদরাসা র‌য়ে‌ছে

রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৪৭ বার

অনলাইন ডেস্ক
চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারে গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। যা গতবার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ এ বছর পাসের হার বেড়েছে।

রোববার (১২ মে) বেলা ১১টায় গণভবনে এসএসসি-সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বছর পাসের হার বাড়লেও ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোতে কেউই পাস করতে পারেনি।
এর মধ্যে রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৪২ প্রতিষ্ঠান, দিনাজপুর শিক্ষা বোর্ডের ৪ প্রতিষ্ঠান, ঢাকা শিক্ষা বোর্ডের ৩ প্রতিষ্ঠান এবং রাজশাহী শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠান।

যে প্রতিষ্ঠানগুলোতে কেউই পাস করতে পারেনি সেগুলো হলো-
ঢাকা শিক্ষা বোর্ড
১. বেগম রূপবান হাইস্কুল, ঘিওর, মানিকগঞ্জ

২. সোমজানী হাইস্কুল, কালিহাটি, টাঙ্গাইল

৩. চরতেরটেকিয়া মৌজা বালিকা উচ্চ বিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ

দিনাজপুর শিক্ষা বোর্ড
১. ঘোগোয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।

২. শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়, ডিমলা, নীলফামারী

৩. পূর্ব সুখতি বালিকা উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম

৪. চৌমহনী মডেল উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ, দিনাজপুর

রাজশাহী শিক্ষা বোর্ড
১. ধোরশা আদুরশো উচ্চ বিদ্যালয়, মোহনপুর, রাজশাহী

২. বড়াইকুড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, আত্রাই, নঁওগা

মাদ্রাসা শিক্ষা বোর্ড
১. জিন্দা শাহ ইয়াসিন মহিলা দাখিল মাদ্রাসা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

২. জামালপুর সিদ্দিকিয়া গার্লস দাখিল মাদ্রাসা, কালিগঞ্জ, গাজীপুর

৩. রৌহা এবি দাখিল মাদ্রাসা, গফরগাঁও, ময়মনসিংহ

৪. ভূভুশিয়া হালিম হাসানিয়া দাখিল মাদ্রাসা, গফরগাঁও, ময়মনসিংহ

৫. দক্ষিণ টাঙ্গাব গার্লস দাখিল মাদ্রাসা, গফরগাঁও, ময়মনসিংহ

৬. টাঙ্গাব ফাজিল মাদ্রাসা, গফরগাঁও, ময়মনসিংহ

৭. ইসলামাবাদ দারুসুন্নাহ আলিম মাদ্রাসা, নাগরপুর, টাঙ্গাইল

৮. বড়ো কোয়ালি বেড় দাখিল মাদ্রাসা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ

৯. বগুড়া দাখিল মাদ্রাসা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ

১০. আলহাজ আ. আলী দাখিল মাদ্রাসা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ

১১. এলংজানী দাখিল মাদ্রাসা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ

১২. আক্কেলপুর আলিম মাদ্রাসা, আক্কেলপুর, জয়পুরহাট

১৩. খায়েরবাড়ি মির্জাপুর দাখিল মাদ্রাসা, বিরামপুর, দিনাজপুর

১৪. সূর্যমুখী হালদাবাড়ি দাখিল মাদ্রাসা, মোরেলগঞ্জ, বাগেরহাট

১৫. লস্করপুর বোড়াকোটা বালিকা দাখিল মাদ্রাসা, উজিরপুর, বরিশাল

১৬. উত্তর দাসপাড়া দাখিল মাদ্রাসা, বাউফল, পটুয়াখালী

১৭. পশ্চিম কালিসুরী গার্লস দাখিল মাদ্রাসা, বাউফল, পটুয়াখালী

১৮. উত্তর কেশবপুর গার্লস দাখিল মাদ্রাসা, বাউফল, পটুয়াখালী

১৯. নুরনগর দাখিল মাদ্রাসা, ভাঙ্গুড়া, পাবনা
২০. পালগাঁও ডি এস দাখিল মাদ্রাসা, ভালুকা, ময়মনসিংহ

২১. চর পোর্টাজু দাখিল মাদ্রাসা, মাদারগঞ্জ, জামালপুর

২২. সিন্দুরনা পাঁচপীর দাখিল মাদ্রাসা, সদর, ঠাকুরগাঁও

২৩. নওগাঁ ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ঝিনাইগাতি, শেরপুর

২৪. টোকরা ভাসা ইসলামিয়া একরামিয়া দাখিল মাদ্রাসা, দেবীগঞ্জ, পঞ্চগড়

২৫. নওদাপাড়া দাখিল মাদ্রাসা, দুপচাঁচিয়া, বগুড়া

২৬. বীরকোয়া দাখিল মাদ্রাসা, বাগমারা, রাজশাহী

২৭. চুয়ারিয়াখোলা দাখিল মাদ্রাসা, কালীগঞ্জ, গাজীপুর

২৮. চেচুয়া দাখিল মাদ্রাসা, আদমদীঘি, বগুড়া

২৯. তুলসিপাড়া মহিলা দাখিল মাদ্রাসা, সাপাহার, নওগাঁ

৩০. পালোয়ানপাড়া আধুনিক দাখিল মাদ্রাসা, আদমগদীঘি, বগুড়া

৩১. দক্ষিণ শ্রীপুর শখের বাজার দাখিল মাদ্রাসা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা

৩২. কাঞ্চনপাড়া আদর্শ গ্রাম দাখিল মাদ্রাসা, সদর, নীলফামারী

৩৩. শোভনগঞ্জ হাজিপাড়া আদর্শ দাখিল মাদ্রাসা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা

৩৪. সুলতানপুর গোরোস্থান দাখিল মাদ্রাসা, বাঘা, রাজশাহী

৩৫. নাটুয়াপাড়া গার্লস দাখিল মাদ্রাসা, বানাড়িপাড়া, বরিশাল

৩৬. শালুয়াতলা দাখিল মাদ্রাসা, নালিতাবাড়ি, শেরপুর

৩৭. বকশীপুর দাখিল মাদ্রাসা, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা

৩৮. কালুহাটি দাখিল মাদ্রাসা, চারঘাট, রাজশাহী

৩৯. ব্রঞ্জনথপুর দাখিল মাদ্রাসা, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ

৪০. তোতার জঙ্গল মাওলানা নগর গার্লস দাখিল মাদ্রাসা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ

৪১. আল-হাজ্জ আব্দুল গফুর দাখিল মাদ্রাসা, মুকসুদপুর, গোপালগঞ্জ

৪২. নাটোর দাখিল মাদ্রাসা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

এদিকে দেশের ২ হাজার ৯৬৮টি প্রতিষ্ঠান শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। চলতি বছর মোট ২৯ হাজার ৮৬১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। তারা দেশের মোট ৩ হাজার ৭৯৯টি কেন্দ্রে পরীক্ষা দেয়।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, শূন্য পাসের প্রতিষ্ঠান গতবছরের তুলনায় কিছুটা বেড়েছে। গতবছর ৪৮টি প্রতিষ্ঠানে কেউই পাস করতে পারেনি।

গত ১৫ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন।
সুত্র :কাল‌বেলা

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...