নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বন্যায় ক্ষতি গ্রস্ত ২৬৫ পরিবারকে নগদ ছয় হাজার টাকা করে অর্থ এবং হাইজিন কিট সহায়তা দিয়েছে কারিতাস ময়মনসিংহ অঞ্চল। আজ রবিবার(২০ অক্টোবর) নয়াবিল উচ্চ বিদ্যালয় মাঠে ক্ষতি গ্রস্তদের হাতে এই অর্থ এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।
জানাগেছে, বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস ময়মনসিংহ অঞ্চল“জরুরি মানবিক সহায়তা” প্রকল্পের আ্ওতায় বন্যায় ক্ষতি গ্রস্ত উপজেলার নয়াবিল ইউনিয়নের ২৬৫ পরিবারকে নগদ ৬ হাজার টাকা করে অর্থ এবং হাইজিন কিট(বালতি,মগ,ডিটার্জেন্ট পাউডার,সাবান,স্যালাইন ও স্যানিটারী ন্যাপকিন) সহায়তা দিয়েছে। প্রকল্পটির অর্থ সহায়তা করেছে“স্টার্ট ফান্ড বাংলাদেশ” স্টার্ট নেট্ওয়ার্ক। সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি কোপেন্দ্র নকরেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো.শফিকুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের পরিচালক অপূর্ব ম্রং, স্টার্ট ফান্ড এর মিল কোঅর্ডিনেটর আলী আহসান, প্রকল্পের টিম লিডার ডানিয়েল ধৃতু স্নাল, দুলেন আরেং,ছন্দা হাউই,সাংবাদিক ক্লোডিয়া নকরেক কেয়া এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
কারিতাস ময়মনসিংহ অঞ্চলের পরিচালক অপূর্ব ম্রং তার বক্তব্যে জানান ,কারিতাস বাংলাদেশ নালিতাবাড়ী উপজেলাতে বন্যার শুরু থেকেই জরুরি ত্রান সহায়তার কাজ করে আসছে এবং মানবিক সহায়তা নিয়ে বন্যা দুর্গত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। তিনি জানান ৪৫ দিনের এই প্রকল্পের আ্ওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত আরো ২৫ টি পরিবারকে পরবর্তী পর্যায়ে ১৭হাজার টাকা করে ঘর পুন:নির্মানের জন্য অর্থ সহায়তা দেয়া হবে।
প্রধান অতিথি তার বক্তব্যে সরকারের উন্নয়ন সহযোগী হয়ে কাজ করার জন্য কারিতাস বাংলাদেশকে ধন্যবাদ জানান। তিনি দেশের সকল দূর্যোগে সরকারের পাশাপাশি কাজ করার জন্য সকল এনজ্ওিদের প্রতি আহবান জানান।
Leave a Reply