1. admin@somoyerahoban.com : admin :
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শান্তিময় সমাজ বিনির্মাণে তওহীদ ভিত্তিক ব্যবস্থার বিকল্প নেই শীর্ষক গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা। পাহাড়ে মেঘ দেখলেই আতঙ্ক ছড়ায় নালিতাবাড়ীতে ওএমএসের আটা কিনতে মানুষের দীর্ঘ লাইন,চাহিদার তুলনায় বরাদ্দ কম, ফিরতে হচ্ছে খালি হাতে। নালিতাবাড়ীতে ‘আলোকবিন্দু’ স্বেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ নালিতাবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৪ নালিতাবাড়ীতে রোটারির প্রকৃতিযাত্রা নালিতাবাড়ীতে ২৫ হাজার গাছের চারা বিতরণ ও পৌরশহরে সিসি ক্যামেরা স্থাপন উদ্বোধন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নারী সাংবাদিককে উপেক্ষা: গণতান্ত্রিক রাজনীতির জন্য লজ্জাজনক নজির

ইউএনও এবং এসিল্যান্ড এর অপসারনের দাবী জানিয়ে বিএনপি’র সংবাদ সম্মেলণ

রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৪৮ বার

নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মাসুদ রানা ও সহকারী কমিশনার(ভুমি)মো.আনিছুর রহমানের অপসারনের দাবী জানিয়ে উপজেলা বিএনপি’র একাংশ সংবাদ সম্মেলণ করেছেন। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে বিএনপি’র কার্যালয়ে জেলা বিএনপি’র সহসভাপতি নুরুল আমীনের নেতৃত্বাধীন সংবাদ সম্মেলনে এ দাবী জানান।
এ সময় জেলা বিএনপি’র সহসভাপতি ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো.নুরুল আমীন বক্তব্যে বলেন, গত বৃহস্পতিবার(২৪ অক্টোবর) উপজেলা প্রশাসন ইউপি চেয়ারম্যানদের নিয়ে মাসিক সমন্বয় সভা করেছেন। চেয়ারম্যানদের মধ্যে কয়েকজন ছিলেন যারা আন্দোলনে হত্যা মামলার আসামি। হত্যা মামলা আসামিদের নিয়ে সভা করার বিষয়টি জানার পর বিএনপি নেতাকর্মীরা বিক্ষুব্ধ হন এবং আলোচনা সাপেক্ষে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল রবিবার শহরে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করার কথা ছিল। কিন্ত এই বিক্ষোভ থামাতে প্রশাসন রবিবার সকাল থেকে রাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। ফলে আমরা আর বিক্ষোভ মিছিলটি করতে পারিনি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ওই বিক্ষোভের আহবান করার পরই তা ঠেকাতে ইউএনও ‘বালু উত্তোলনকারী ও বালু উত্তোলনবিরোধী দুইপক্ষের মিছিল হলে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে’ মর্মে নাটক সাজিয়ে ১৪৪ ধারা জারি করেন। তিনি বলেন, আমি বা আমাদের কেউ বালুর সাথে জড়িত নই। বালু উত্তোলনকারীদের পক্ষে-বিপক্ষে এমন কোন কর্মসূচীও ছিল না। শুধুমাত্র আমাদের বিক্ষোভ মিছিল ঠেকাতে ভুয়া গল্প বানিয়ে মূলত তিনি আসামীদের পুনর্বাসনের চেষ্টা করেছেন। এসময় তিনি ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যা মামলার আসামীদের পুনর্বাসিত করার চেষ্টাকারী আখ্যাইতো করে ইউএনও এবং এসিল্যান্ড কে অপসারণ দাবী করেন। একই সাথে এখনো হত্যা মামলার আসামীরা গ্রেফতার না হওয়ায় তাদের গ্রেফতার দাবী করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মাসুদ রানা বলেন,এটা বিএনপির সংবাদ সম্মেলন নয়। বিএনপির ৬টা গ্রুপের মধ্যে একটা ছোট গ্রুপের সম্মেলন যার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা কম। যাদের বিষয়ে অভিযোগ তোলা হয়েছে তাদের আসামি হওয়ার বিষয়টি উপজেলা প্রশাসন অবগত নয়। থানা বা কোর্ট হতে কোন এজহার কপি দেয়নি। মামলার বিষয় উপজেলা প্রশাসন অবহিত না হলে তারা সমন্বয় সভাতে উপস্থিত থাকার অধিকার রাখে। অপসারণ বিষয়ে আনীত অভিযোগটি ভিত্তিহীন। তবে মামলার এজাহার কপি হাতে পেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এসিল্যান্ড তো সমন্বয় মিটিং এ থাকে না। সে কেন ? তার মানে বালুর অভিযানে তারা অসুন্তুষ্ট।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ইউনুছ আলী দেওয়ান, ইসমাইল হোসেন, আমিনুল ইসলাম জিন্নাহসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...