নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধি
“আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে”এ স্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা সংসদের চতুর্থ সম্মেলন। সম্মেলনে উদ্বোধন ঘোষণা করেন শেরপুর জেলা সংসদের সভাপতি অধ্যাপক তপন সারোয়ার।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে সেঁজুুতি অঙ্গনে সম্মেলনে এ্যডভোকেট শুধাংশু কালোয়ার কে সভাপতি ও প্রিন্সিপাল মুনীরুজ্জামান মুনীরকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষনা করা হয়।
উদ্বোধন পরবর্তী প্রথম অধিবেশনে আলোচনা সভায় উদীচী নালিতাবাড়ী উপজেলা সংসদের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সবুজ সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সহ-সভাপতি মো.দুলাল উদ্দিন,এমএম আবু হান্নান,মো.এরশাদ আলী, ভারপ্রাপ্ত সম্পাদক শুভজিৎ নেয়োগী,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শেরপুর জেলা কমিটির সভাপতি মো.আবুল মুনছুর,নালিতাবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো.জাহিদুল ইসলাম জাহিদ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক কালবেলা’র উপজেলা প্রতিনিধি মো.সাইফুল ইসলাম,বৈশাখী টিভির জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু,সেঁজুতি অঙ্গনের প্রিন্সিপাল মুনীরুজ্জামান মুনীর,শিক্ষক নাজনীন হক ও সজল কর্মকার প্রমুখ।
মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনকে সভাপতি করে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে পাঁচ সদস্যের সাবজেক্ট কমিটি এ্যডভোকেট শুধাংশু কালোয়ার কে সভাপতি ও প্রিন্সিপাল মুনীরুজ্জামান মুনীরকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষনা করা হয়। উপস্থিত সকলেই সেই কমিটিকে হাত তুলে সমর্থন জানান। এবং সংগঠনের নিয়মে কমিটির নতুন সদস্যদের শপথ করান শেরপুর জেলা সংসদের সভাপতি অধ্যাপক তপন সারোয়ার।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি সবুজ সাহা,নাজনীন হক,তাপসী সাহা। সহ-সাধারণ সম্পাদক এ্যডভোকেট সমির উদ্দিন ও সাংবাদিক মিজান শেখ। কোষাধ্যক্ষ অমিত চক্রবর্তী।
সম্পাদকম-লীর সদস্যরা হলেন বিপ্লব দে কেটু,শান্তি সাহা,গোপাল কর্মকার,স্বপ্না চক্রবর্তী ও অমা দেবসেন। সদস্যরা হলেন জয়ন্তী বিশ^াস,সজল কর্মকার,লিটন দেবসেন,লাল মিয়া,মনি গাঙ্গুলী,ইউসুফ জামিল,জয়জিৎ দত্ত শ্যামল,জাহিদুল ইসলাম জাহিদ।
এ ছাড়া উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন,আবদুর রহমান তালুকদার,তোফাজ্জল হোসেন ও আবুল মুনসুর।
Leave a Reply