নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধি
গ্রাহকদের অত্যাধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক পিএলসি শেরপুরের নালিতাবাড়ীতে ২৩০ তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার(১৭ ফেব্রুয়ারি)দুপুরে তারাগঞ্জ মধ্য বাজার সাহা মার্কেটে ব্যাংকের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)ফারজানা আক্তার ববি প্রধান অতিথি হিসেবে উপশাখা উদ্বোধন করেন।
পূবালী ব্যাংক পিএলসির শেরপুর জেলার ব্যবস্থাপক মোহাম্মদ দেলখোশ আহমেদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নালিতাবাড়ী শাখার ব্যবস্থাপক মো.লতিফুল হক। এ সময় বক্তব্য রাখেন,উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ বেল্লাল হোসেন,সহকারী মহাব্যবস্থাপক এহসানুল হক,নাজমুল স্মৃতি সরকারী কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো.আমিনুল ইসলাম ও বিএনপি নেতা সিরাজুল ইসলাম মানিক।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)ফারজানা আক্তার ববি বলেছেন, “পূবালী ব্যাংক অতি দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার জন্য সম্মানিত গ্রাহকদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে নালিতাবাড়ীতে ২৩০ তম উপশাখা উদ্বোধন করা হলো। এ এলাকায় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে আমার বিশ^াস।”
Leave a Reply