নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী বুরুঙ্গা এলাকায় চেল্লাখালী নদীতে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গর্তে পড়ে পানিতে ডুবে মারা গিয়েছে এক শিশু। আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে অপর এক শিশুকে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার বিকেলে।
নিহত শিশু আবীর রহমান(৮) বুরুঙ্গা গ্রামের শেখ ফরিদের পুত্র। আর আহত শিশু একই গ্রামের মাজম আলীর পুত্র মানিক মিয়া(৪)।
শিশু দুটির পরিবার ও এলাকাবাসী জানায়, সোমবার বিকেলে ওই শিশু দু’জন খেলতে বের হয়। পরক্ষণেই মা বাবা তাদের খুঁজতে থাকে। হঠাৎ দেখতে পায় বাড়ীর পার্শ্বে নদীর গর্তে পড়ে শিশু মানিক মিয়া হাবুডুবু খাচ্ছে। অপরজন নিখোঁজ অবস্থায় রয়েছে। পরে ওই গর্তে নেমে অনেক খুঁজাখুজির পর আবীর রহমানের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। মানিক মিয়াকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের ফলে এমন গভীর গর্ত নদীতে সৃষ্টি হওয়ার কারণে এমন দুর্ঘটনায় প্রাণ গেল এই শিশুর। এর আগেও এমন গর্তে প্রাণহানি ঘটেছে আরো কয়েকজনের।
Leave a Reply