নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় রামচন্দ্রকুড়া ইউনিয়নের মন্ডলিয়াপাড়ায় ১০ টি মেশিন ধ্বংস ও প্রায় ৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্্েরট খৃষ্টফার হিমেল রিছিল বুধবার(১৬ নভেম্বর)বিকেলে অভিযান পরিচালনা করেন।
প্রশাসন সুত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি ভোগাই নদীর চারটি নির্দিষ্ট এলাকা প্রতি বছরের মতো এবছরও সরকার ইজারা প্রদান করা হয়েছে। এলাকাগুলো হলো আন্ধারুপাড়া, কেরেঙ্গাপাড়া, মন্ডলিয়াপাড়া ও ফুলপুর। ১ কোটি ১৭ লাখ ৭১ হাজার টাকায় চারটি এলাকার নির্দিষ্ট মৌজায় মোট ১২.৩২ একর জমি থেকে বালু উত্তোলনের সরকারিভাবে অনুমতি পান মেসার্স মর্তুজা এন্টারপ্রাইজ। যার প্রোপ্রাইটার হারুন অর রশিদ। মাত্র সাড়ে ১২ একর (জমি) নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের অনুমতি পেলেও প্রভাবশালীরা নদীর ত্রিশ কিলোমিটার এলাকার মধ্যে যেখানেই বালু আছে, সেখান থেকেই অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। আজ বুধবার ইউএনও খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় রামচন্দ্রকুড়া ইউনিয়নের মন্ডলিয়াপাড়ায় গোনারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের ১০ টি মেশিন,ধ্বংস করা হয় এবং প্রায় ৩ হাজার ঘনফুট বালু জব্দ ও বিভিন্ন উপকরন জব্দ করা হয়।
Leave a Reply