1. admin@somoyerahoban.com : admin :
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শান্তিময় সমাজ বিনির্মাণে তওহীদ ভিত্তিক ব্যবস্থার বিকল্প নেই শীর্ষক গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা। পাহাড়ে মেঘ দেখলেই আতঙ্ক ছড়ায় নালিতাবাড়ীতে ওএমএসের আটা কিনতে মানুষের দীর্ঘ লাইন,চাহিদার তুলনায় বরাদ্দ কম, ফিরতে হচ্ছে খালি হাতে। নালিতাবাড়ীতে ‘আলোকবিন্দু’ স্বেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ নালিতাবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৪ নালিতাবাড়ীতে রোটারির প্রকৃতিযাত্রা নালিতাবাড়ীতে ২৫ হাজার গাছের চারা বিতরণ ও পৌরশহরে সিসি ক্যামেরা স্থাপন উদ্বোধন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নারী সাংবাদিককে উপেক্ষা: গণতান্ত্রিক রাজনীতির জন্য লজ্জাজনক নজির

নালিতাবাড়ীতে ১১০ জন সহায় সম্বলহীন নারীদের মাঝে অনুদান বিতরণ

রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৩ বার

নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ)এর পক্ষ থেকে সহায় সম্বলহীন ১১০ জন সহায় সম্বলহীন নারীদের মাঝে এককালীন ৯ হাজার টাকা করে ৯ লাখ ৯০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। শনিবার(১০ ডিসেম্বর)বিকালে রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের ফুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুদান বিতরণ করা হয়।
জানাগেছে,২০০১ সালে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এ সংস্থাটি দারিদ্র বিমোচন,প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি, অতিদরিদ্র গ্রামীণ দরিদ্র ও জনগোষ্ঠীকে আয়বর্ধক মুলক কাজে সম্পৃক্তকরণ,খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ,গ্রামীন ক্ষুদ্র অবকাঠামো নির্মান ও হতদরিদ্র,প্রতিবন্ধী,দীর্ঘমেয়াদী অসুস্থ ব্যক্তিদের পরিবারকে এককালীন অনুদান প্রদান করে আসছে। সারাদেশে ২০টি জেলায় ৬৮টি উপজেলায় তিন হাজার ২০০ টি পিছিয়ে পড়া গ্রামে উন্নয়ন কর্মসূচী রয়েছে। এর মধ্যে নালিতাবাড়ী উপজেলায় ৩টি ক্লাস্টারের মাধ্যমে ১২ টি ইউনিয়নের ৮৫টি গ্রামে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শনিবার ফুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পানিহাটা,ফুলপুর ও মন্ডলিয়াপাড়া গ্রামের ১১০ জন অসহায় সহায় সম্বলহীন সমিতির সদস্যদের ৯ লাখ ৯০ হাজার টাকা বিতরণ করা হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এসডিএফ এর চেয়ারম্যান ও সাবেক নৌ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো.আবদুস সামাদ ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসডিএফ এর ময়মনসিংহ আঞ্চলিক পরিচালক মো.আবুল হোসাইন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.সাইফুল ইসলাম, কাকরকান্দী ইউনিয়নের ক্লাষ্টার অফিসার মো.জহিরুল ইসলাম ভুইয়া,ইউপি সদস্য মো.তমিজ উদ্দিন,শিক্ষক মো.আবু বক্কর সিদ্দিক ও পানিহাটা গ্রাম সমিতির সভাপতি রোজিনা আকতার প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...