নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাতে উপজেলার দাওধারা কাটাবাড়ী এলাকায় সীমান্ত সড়ক থেকে মাদকদ্রব্যসহ তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলো- নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমেশ্চুড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৪) ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের জিয়ারুল হকের ছেলে মো. আলী হোসেন (২৬)।
পুলিশ জানায়, শেরপুর পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে ও এএসপি নালিতাবাড়ী সার্কেলের নির্দেশে নিয়মিত মাদকদ্রব্য অভিযান পরিচালিত হয়ে আসছে। তার অংশ হিসেবে গতকাল বুধবার রাতে গুপন সংবাদের ভিত্তিতে এসআই বিল্লাল হোসেনের নের্তৃত্বে নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকার সীমান্ত সড়ক থেকে একটি মাইক্রোবাস থেকে ৭৭৪ বোতল মাদকসহ ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে পুলিশ আসার আগেই পালিয়ে যায় সমেশ্চুড়া গ্রামের আপেল মিয়া নামে একজন। জব্দকৃত মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ ৭০ হাজার টাকা।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ছানোয়ার হোসেন জানান, সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ বহনকারী মাইক্রোবাস ও দুইজনকে আটক করা হয়েছে। তবে পালিয়ে যাওয়া সহ তিনজনের নামেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটকৃতদের জেল হাজতে পাঠানোর ব্যবস্থা চলছে। এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply