নালিতাবাড়ী প্রতিনিধি
“শোষণ বৈষম্য বিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা”এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পথসভা করেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শেরপুরের নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে পৌরশহরের তারাগঞ্জ উত্তর বাজার সড়কে এ পথসভা হয়।
বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জেলা সিপিবি সাধারণ সম্পাদক কমরেড আবু আহমেদ খান বাবুল, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সোলায়মান আহমেদ, নালিতাবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ: সম্পাদক এড. কমরেড সমির উদ্দিন নিউটন।
সমাবেশে বক্তাগণ জুলাই-আগস্টের হত্যাকান্ডের তদন্ত ও বিচারের দাবি করেন। দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ, রেশনিং ব্যবস্থা চালু, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে জনগণকে সম্পৃক্ত করে অবাধ, সুষ্ঠ-নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান। শুধু চেহারা এবং ক্ষমতার হাত বদল নয় প্রকৃত গণতন্ত্র, সমাজের সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ এবং সজাগ থাকার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি, কমরেড আবুল মনসুর, শেরপুর সদর উপজেলা কমিটির সভাপতি কমরেড দেবদাস চন্দ বাবু প্রমূখ।
Leave a Reply