নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের আবদুল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার(৩০ নভেম্বর) সকালে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের বনপাড়া গ্রামে শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু ওই গ্রামের ওমর ফারুকের ছেলে।
জানাগেছে,আজ শনিবার সকালে নালিতাবাড়ী ইউনিয়নের বনপাড়া গ্রামের বাসিন্দা মো.ওমর ফারুকের পরিবারের লোকজন প্রতিদিনের মত সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এর ফাঁকে কোন এক সময় শিশুটি বাড়ীর পাশে পুকুরে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
এ দিকে আনুমানিক সাড়ে দশটার সময় শিশু আবদুল্লাহর জেঠি রাশিদা বেগম পুকুর পাড়ে গেলে আবদুল্লাহর লাশ পানিতে ভাসতে দেখেন।পরে তার ডাক চিৎকারে বাড়ীর লোকজন এসে পুকুর থেকে আবদুল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্্ের নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিৎিসক আবদুল্লাকে মৃত ঘোষনা করেন।
নালিতাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো.আসাদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply