নালিতাবাড়ী প্রতিনিধি
নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় শোক দিবস পালিত হেেয়ছে। সকালে উপজেলা পরিষদেও সন্মুখে জাতীয় ও কালো পতাকা উত্তোলণ করা হয়। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জানাতে আসা মানুষের ঢল নামে।
ম্যুরালে প্রথম শ্রদ্ধাঞ্জলি জানান উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ,মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন, বিভিন্ন বেসরকারি সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এরপর তারাগঞ্জ উত্তর বাজার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয়,দলীয় ও কালো পতাকা উত্তোলনের পরবঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা,দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এছাড়া শোক দিবস উপলক্ষে সারাদিন ১২টি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আলোচনাসভা ও দরিদ্রভোজের আয়োজনকরা হয়েছে। এসব আয়োজনে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। এ ছাড়াও বিকেলে স্থানীয় শহীদ মিনার মঞ্চে শ্রমীক লীগের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবুর নের্তৃত্বে বিশাল শোক র্যালী,আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
Leave a Reply