নালিতাবাড়ী প্রতিনিধি
“দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার(১৩ অক্টোবর) সকালে র্যালী,আলোচনা সভা ও গণ সচেতনতায় দুর্যোগ মহড়া অনুষ্ঠিত হয়।
সকালে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে উপজেলা পরিষদেও সভা কক্ষে এক আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)হেলেনা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার মো.আলমগীর কবীর,চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি মো.আবদুস সবুর,উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি লাল মো.শাহজাহান কিবরিয়া,প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল মালেক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আবদুল হান্নান বক্তব্য রাখেন। আলোচনা শেষে গড়কান্দা মহিলা মাদরাসা মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাধ্যমে গণ সচেনতার জন্য মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply