নালিতাবাড়ী(শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে আলোকের ঝর্ণাধারায় শিক্ষাগুরু শ্রী নগেন্দ্র চন্দ্র পাল স্বারক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙলবার(২৫ এপ্রিল) বিকালে উপজেলা অডিটরিয়ামে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ)এর চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব আবদুস সামাদ ফারুকের সম্পাদনায় প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদির আহামেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড.লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এ আর এম সোলায়মান,অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল, শ্রী নগেন্দ্র চন্দ্র পালের সন্তান ড.বিরুপাক্ষ পাল,মুক্তিযোদ্ধা এনায়েত আলী,শহীদ আবদুর রশিদ মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজ উদদ্দৌলা,অবঃ প্রধান শিক্ষক জোবায়দা খাতুন, শিক্ষক ও কবি জ্যোতি পোদ্দার বক্তব্য রাখেন।
অনুৃষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)খৃষ্টফার হিমেল রিসিল স্বাগত বক্তব্য রাখেন। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোঘর থেকে বইটি প্রকাশনা করা হয়েছে।
Leave a Reply