1. admin@somoyerahoban.com : admin :
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মুক্তিযুদ্ধে বীরত্বের গল্প’শিরোনামে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত নালিতাবাড়ী হানাদার মুক্ত দিবস পালন নালিতাবাড়ীতে শ্রদ্ধায়,ভালোবাসায় স্মরণ করলেন বীর প্রতীক তারামন বিবিকে মনোনয়ন পত্র দাখিল করলেন মতিয়া চৌধুরী নালিতাবাড়ীতে রাতের আধাঁরে অবৈধ ভাবে বালু উত্তোলণ,প্রতিরাতে ম্যানেজ করতে দিতে হয় আড়াইলাখ, হুমকিতে স্থলবন্দর। নালিতাবাড়ীতে কৃষিবিদ বদিউজ্জামান বাদশার মুত্যু বার্ষিকী পালিত আওয়ামীলী‌গের কেন্দ্রীয় নেতারা কে কোথায় প্রার্থী হতে চান পরকীয়ায় ফেঁসে গিয়ে মুচলেকা দিয়ে ছাড় পেলেন এএসআই আত্তির(হাতি) ডরে কলাপাকা ধান কাইটারতাছি স্বামী সপ্তম বিয়ে করায় চতুর্থ স্ত্রীর আত্মহত্যা

নালিতাবাড়ীতে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে শিশু হত্যা, আটক ২

রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭১ বার

নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঝগড়ার একপর্যায়ে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে মেরে হত্যা করা হয়েছে পাঁচ মাস বয়সী আদিবা নামে এক কন্যা শিশুকে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার যোগানিয়া কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দুই নারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- লাভলী বেগম (৩০) ও তার মা হনুফা বেগম (৬৫)।
পুলিশ জানায়, উপজেলার যোগানিয়া কান্দাপাড়া গ্রামের ময়ছর উদ্দিনের সাথে প্রতিবেশি মৃত গোলাপজলের দুই ছেলে লিটন ও হামিদুলের জমি নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। কয়েকদিন আগে গ্রাম্য শালিসে ওই বিরোধ নিষ্পত্তি করে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। শুক্রবার বিকেল পৌণে পাঁচটার দিকে ময়ছর, তার স্ত্রী ফাতেমা ও কন্যা সন্তানেরা মিলে নিজেদের সীমানায় কলা গাছের চারা রোপন করতে যান। এতে হামিদুলের স্ত্রী লাভলী বেগম (৩০) ও তার মা হনুফা বেগম (৬৫) চারা রোপন করতে বাধা প্রদান করেন। এ নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামিদুলও যোগ দেয় ওই ঝগড়ায়। এসময় উভয়পক্ষে হাতাহাতি শুরু হলে ফাতেমার কোলে থাকা পাঁচ মাস বয়সী কন্যাশিশু আদিবাকে কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে মারে লাভলী। এতে শিশুটি মাথায় আঘাতপ্রাপ্ত হলে গুরুতর অবস্থায় প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শেরপুর প্রেরণ করলে শেরপুর নেওয়ার পথে সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে আদিবা মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাতাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া জানান, হত্যাকান্ডে জড়িত লাভলী বেগম ও তার মা হনুফা বেগমকে আটক করা হয়েছে। এরসাথে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে। নিহত শিশুর পিতা ময়ছর উদ্দিন বাদী হয়ে ৫ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...