নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদীতে ভাসমান অবস্থায় কাপড়ে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৯ মার্চ রবিবার দুপুরে পৌরশহরর ছয়আনীপাড়া এলাকায় ভোগাই নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
এদিকে নবজাতকের পরিচয় জানতে পুলিশ ডিএনএ পরীক্ষার জন্য মরদেহটি জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পৌরশহরের ছয়আনীপাড়া এলাকায় ভোগাই নদীর পাড়ে হাত-মুখ ধুতে নামে কয়েকটি শিশু। এসময় তারা নদীতে ভাসমান অবস্থায় কাপড়ে মোড়ানো এক নবজাতজের লাশ দেখতে পায়। পরে তাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply